Header Ads

ad728
  • Breaking News

    বর্তমানে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করেছে


    মানুষের মস্তিষ্ক তথ্য সংগ্রহ করার কিছু ‍নিয়ম-কানুন মেনে চলে। যাদের এই সব নিয়ম কানুন জানা তারাই হলো মনোস্তত্ত্ববিদ। আধুনিক কালে অস্ত্র-গোলাবারুদের যুদ্ধ প্রায় শূণ্যের কোঠায়, বতর্মানে বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে সেটা প্রায় পুরোটাই মনোস্তাত্ত্বিক যুদ্ধ। আর তাই বর্তমানকালে সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে সেই মনোস্তত্ত্ববিদরাই। এরা খুব সহজেই মন-মগজের চাল চেলে একটি বিরাট জনগোষ্ঠীকে পরাজিত করে দিতে পারে। বর্তমানে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলো সেই মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করে যাচ্ছে।
    এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ-
    সরাসরি যে কোন কিছু করা কঠিন এবং তার প্রতিক্রিয়াও আছে। যেমন- টিভি চ্যানেলগুলো যদি সরাসরি বলে ঘর ভাঙ্গতে, পরকিয়া করতে তবে সেটা বাংলাদেশীরা মেনে নেবে না। প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এরজন্য পুরো বিষয়টি বিনোদনের আড়ালে লুকাতে হবে। সাইকোলোজিকালি চিন্তা করলে মানুষের ব্রেইনের বাহ্যিক অংশ অর্থাৎ কনসাস মাইন্ড বা চেতন মন এসব টিভি সিরিয়ালগুলোকে দেখবে চরম বিনোদন হিসেবে। কিন্তু মানুষের নৈতিক চরিত্র যে অংশটি দিয়ে গঠিত হয় মানে অবচেতন মন বা সাব কনসাস মাইন্ডে প্রবেশ করবে সিরিয়ালে বিনোদনের আড়ালে লুকিয়ে থাকা কুটনামি, পরিকীয়া আর ঘর ভাঙ্গার বিষ। আপনি হয়ত ভাবতে পারেন, তারা যদি এই বিষ লুকিয়েও রাখে, তবে তাদের নিজ দেশও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। হতে পারে, কিন্তু একেবারেই নগন্য। কারণ পশ্চিমবঙ্গের জনগণ এই সব বাঙালী চ্যানেল দেখে না বললেই চলে, তারা মুম্বাইয়ের বিনোদনের উপর নির্ভরশীল। তাছাড়া ডিভোর্স, পরকীয়া আর সংসারে অশান্তি তো হিন্দুদের সামাজিক ঐতিহ্য। মনে রাখবেন- ট্যানারির লোকদের ট্যানারির দুর্গন্ধ নাকে লাগে না।
    তবে যে যাই যুক্তি দিন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদী ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে সরাসরি বাংলাদেশের সাথে যুদ্ধ করে পারা যাবে না, তাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে নৈতিকভাবে দুর্বল করার প্ল্যান নিয়েছে তারা। এবং সে জন্য নৈতিকতা শিক্ষার প্রাথমিক কেন্দ্র মানে পরিবারগুলোর উপর আঘাত হানছে তারা। তাই ভারতীয় টিভি চ্যালেনগুলো নিষিদ্ধ করার জন্য প্রথম দরকার ব্যাপক জনসচেনতা সৃষ্টি, যার কোন বিকল্প নাই।
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728