Header Ads

ad728
  • Breaking News

    আইনকে পাশ কাটিয়ে ভারতীয় টিভি চ্যানেলগুলো রাখার পক্ষে জাস্টিস জেবিএম হাসান !


    আজকে বাংলাদেশ হাইকোর্টে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার ধার্য করেছে হাইকোর্ট (http://bit.ly/2iqZSHR)। প্রথম দিনের শুনানিতেই “কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬” -এর ১৯ ধারা’র নিম্নবর্ণিত উপধারা অনুযায়ী এই ৩ ভারতীয় টিভি চ্যানেল সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার যোগ্য-
    উপধারা-(৩) হিংসাত্মক, সন্ত্রাস, বিদ্বেষ ও অপরাধসম্বলিত কোন অনুষ্ঠান;

    উপধারা- (৪) বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তির পরিপন্থী কোন অনুষ্ঠান;
    উপধারা- (৫) জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ হানিকর কোন অনুষ্ঠান;

    উপধারা- (৮) অশালীন বা আক্রমণাত্মক কোন রসিকতা, অঙ্গভঙ্গী, নৃত্যগীত, বিজ্ঞাপন, সংলাপ বা সাবটাইটেল সম্বলিত কোন অনুষ্ঠান;
    উপধারা- (৯) নগ্নতা, নগ্ন ছায়াছবি, বস্ত্র উম্মোচন দৃশ্য, দেহ প্রদর্শন, অশোভন অংগভঙ্গী, যৌনক্রিয়ার ইংগিত সূচক বা প্রতীকী নাচ অথবা অশোভন দৃশ্যাবলী সম্বলিত এমন কোন অশ্লীল অনুষ্ঠান;

    উপধারা- (১০) উচ্ছৃংখলতা, ধ্বংসযজ্ঞ, শিশু-কিশোর অপরাধ বা অপ-সংস্কৃতিকে আর্কষণীয় ও উৎসাহিত করিতে পারে বা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ক্ষতির কারণ হইতে পারে এমন কোন অনুষ্ঠান;

    (সূত্র:http://bit.ly/2iW8euC)

    কিন্তু আইনত সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার যোগ্যতা সত্ত্বেও আইনকে পাশ কাটিয়ে সম্পূর্ণ নিজস্ব মত চাপিয়ে দিয়ে টিভি চ্যানেলগুলো রাখার পক্ষে মত পেশ করে যাচ্ছে সেকেন্ড জাস্টিস জেবিএম হাসান। ভাবতেই অবাক লাগে একজন জাস্টিস হয়ে কিভাবে এই সব নিকৃষ্ট টিভি চ্যানেলগুলোর পক্ষে ওকালতি করতে পারে।

    আমার মনে হয়, বাংলাদেশের সকল সচেতন নাগরিকের উচিত এসব দেশ ও সমাজবিরোধী টিভি চ্যানেলগুলোর বন্ধের জন্য তীব্র প্রতিবাদ করা, কারণ আগামী কয়েকদিনের মধ্যে হয়ত হাইকোর্টে রুলের মাধ্যমে ডিসিশন ফাইনাল হবে। এক্ষেত্রে বাংলাদেশী ইসলামপন্থীদলগুলোর এগিয়ে আসা বেশি জরুরী বলে মনে করছি।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728