Header Ads

ad728
  • Breaking News

    বায়তুল মোকাররমের সামনে সুপ্রীম কোর্টের মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ


    সুপ্রীম কোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের বিরুদ্ধে তীব্র হুশিয়ারী ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মুছুল্লী পরিষদ। গত জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে এক বিক্ষোভ সভা করে সংগঠনটি। বক্তারা বলেন, এ সমাবেশ সারা দেশের ১৪ কোটি মুসলমানের সংক্ষুব্ধ মনের বহিঃপ্রকাশ। একে আমলে না নিলে সরকার জনসমর্থন হারাবে। বক্তারা বলেন, সুপ্রীম কোর্টের সামনে মূর্তি স্থাপনের বিরুদ্ধে এই সমাবেশের মাধ্যমে জাতির ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

    বক্তারা বলেন, দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান। মক্কা শরীফ বিজয়ের পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র ক্বাবা ঘরে রক্ষিত ৩৬০টি মূর্তি মূর্তি ভেঙ্গে ফেলেছিলেন। মুসলিম শরীফে নবীজি বলেছেন-“আমি আবির্ভুত হয়েছি মূর্তি ধ্বংস করার জন্য।”

    দেশের প্রত্যেকটি মুসলমান কুরআন, হাদীস অনুযায়ী চেতনায় বিশ্বাসী। কিন্তু ৯৮ভাগ জনগোষ্ঠী মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশের মানুষের বিচার চাওয়ার সর্বোচ্চ স্থান সুপ্রীম কোর্টের সামনে মূর্তি স্থাপন তারা মেনে নেবেনা। জাতীয় মুসল্লি পরিষদের উদ্যোগে বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর চত্ত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। হাফেজ আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতী মাসুম বিল্লাহ। ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা শাখাওয়াত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা এ আর হেলাল। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইসলামীক ফন্টের আহবায়ক শাহসুফী সৈয়দ আব্দুল হান্নান আল হাদি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

    সূত্র: ইনবক্স

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728