Header Ads

ad728
  • Breaking News

    ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে এনে বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করছে ‘জাদু ডিজিটাল’


    ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে এনে বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করছে ‘জাদু ডিজিটাল’ নামক একটি কোম্পানি। এই যাদু ডিজিটালের মালিক ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, এবং পরিচালক তার ছেলে নাভিদুল হক। বলাবাহুল্য, সবগুলো ভারতীয় চ্যানেল তাদের মাধ্যম দিয়েই বাংলাদেশে প্রবেশ করে। আজকেও ঢাকাস্থ হাইকোর্টে তিন ভারতীয় টিভি চ্যানেল ((স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) নিষিদ্ধ করার শুনানী চলেছে, আগামীকালও চলবে। জানা গেছে, ইতিমধ্যে ১০ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। রিট মামলায় ভারতীয় টিভি চ্যানেলের রাখার পক্ষে দাড়িয়ে জাতীর সাথে বেঈমানি করেছে আওয়ামীলীগের এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। শুনানি চলাকালে উপস্থিত ছিলো যাদু ডিজিটালের জিএম নাজমুল হক।


    আমার মনে হয়, এই ব্যাপারে গণজাগরণ হওয়া জরুরী। বাংলাদেশের জনগণ যদি ভারতীয় টিভি চ্যানেলের বন্ধ করার পক্ষে ব্যাপকভাবে জনমত প্রদর্শন করতে পারে (রাষ্ট্রধর্মের মত) তবে রিট মামলার রায় অবশ্যই নিষিদ্ধ হওয়ার পক্ষে নেয়া সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশের মুসলমানদের উচিত- ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ হওয়ার জন্য এখনই তীব্র আওয়াজ তোলা, সবাই মিলে স্ট্যাটাস দেয়া, হ্যাশট্যাগ দেয়া। আর মুসলিম সংগঠনগুলোর উচিত- ভারতীয় টিভি চ্যানেলে বন্ধে মিডিয়ায় বিবৃতি দেয়া এবং সর্বপোরি মামলার সময় হাইকোর্ট প্রাঙ্গনে উপস্থিত থাকা। মুসলমানরা সমন্বিত উদ্যোগ হলেই কেবল বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করা সম্ভব বলে মনে করি।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728