Header Ads

ad728
  • Breaking News

    পাঠ্যবইয়ে সেক্যুলারিজমের নামে হিন্দুত্ববাদ শিক্ষা


    কবিতার নাম- ‘জাতির পাতি’, পরিবর্তন করে করা হলো ‘মানুষ জাতি’

    পাঠ্যবইয়ে ধর্মনিরপেক্ষতার নাম করে হিন্দুত্ববাদ শিক্ষা দেয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণীর ‘চারুপাঠ’ বইয়ের ৬২ পৃষ্ঠায় হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার কবিতা ‘জাতির পাতি’র নাম পরিবর্তণ করে দেয়া হয়েছে ‘মানুষ জাতি’, যদিও সেখানে হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদ শ্লোক ‘নিখিল জগত ব্রহ্মময়’ দেখা যাচ্ছে।

    মূলত সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘জাতির পাতি’ ( হিন্দুধর্মের জাত-পাত) কবিতাটি হিন্দুদের জাতপাত ভুলে ঐক্যবদ্ধ হওয়া ও যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য উৎসাহব্যাঞ্জক একটি কবিতা। কবিতাটি পুরোটা উইকিপিডিয়ার ৭টি পেইজে আছে। পড়তে পারেন-

    ১) http://bit.ly/2i9hpXt

    ২) http://bit.ly/2iYMUoc

    ৩) http://bit.ly/2j8G5gZ

    ৪) http://bit.ly/2i7QYy8

    ৫) http://bit.ly/2i9tU57

    ৬) http://bit.ly/2i7UoAZ

    ৭) http://bit.ly/2i59V9v

    কবিতাটি পুরোটা পড়লে সহজেই বুঝতে পারবেন, প্রত্যেক লাইনে লাইনে হিন্দুতের জাত-পাত ভুলে একতাবদ্ধ হতে বলা হয়েছে, বলা হয়েছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। এবং বার বার উপনিষদ শ্লোক ‘নিখিল জগত ব্রহ্মময়’ স্মরণ করিয়ে হিন্দুত্ববাদ টিকিয়ে রাখা হয়েছে। অথচ এই কবিতাটি ছাত্র-ছাত্রীদের সেক্যুলারিজম তথা ধর্মনিরপেক্ষতার ছবি সেটে পড়ানো হচ্ছে। যে দেশে জনসংখ্যার ৯৫% মুসলিম, সে দেশে এ ধরনের হিন্দুত্ববাদী কবিতা সিলেক্ট করা হয় কিভাবে তা সত্যিই চিন্তার বিষয়। 

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728