Header Ads

ad728
  • Breaking News

    পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে বায়তুল মুকাদ্দাসের ভুল ছবি


    পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) এর ভুল ছবি দেয়া হয়েছে। বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) নামে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটা আসলে ‘ডোম অব দ্য রক’ নামক একটি স্থাপনা। এই স্থাপনা সম্পর্কে উইকিপিডিয়ায় পাওয়া যায়-

    কুব্বাত আস সাখরা বা ডোম অব দ্য রক হল জেরুজালেমের পুরনো শহরেরটেম্পল মাউন্টের উপর অবস্থিত একটি গম্বুজ। উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ৬৯১ সালে এর নির্মাণ সমাপ্ত হয়। গম্বুজের কেন্দ্রীয় পরিকল্পনা কাঠামো চার্চ অব দ্য হলি সেপালকারের মত। উমাইয়া স্থাপত্যেবাইজেন্টাইন প্রভাবের উদাহরণ এ থেকে পাওয়া যায়।

    (সূত্র:http://bit.ly/2idVNJt)

    বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা’র প্রকৃত ছবি পাবেন উইকিপিডিয়ার এই পেইজে- https://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque

    উল্লেখ্য, ইহুদীবাদী মিডিয়া মুসলমানদের জন্য পবিত্র বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) এর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সব সময় ডোম অব দ্য রকের ছবি বায়তুল মুকাদ্দাস বলে প্রচার করে । আর বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডও ইহুদীবাদীদের সেই ষড়যন্ত্র তত্ত্বই মুসলমান ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছে।

    এ সম্পর্কে বিস্তারিত জানতে আরো পড়তে পারেন-

    ১) http://bit.ly/2izEujN

    ২) http://bit.ly/2izGSH7

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728