Header Ads

ad728
  • Breaking News

    শহীদ মিনার কি আসলেই মিনার ?


    উত্তর হবে না । শহীদ শব্দটি আরবী হতে আগত। ইসলাম ধর্ম নিয়ে যুদ্ধ করতে গিয়ে যারা মারা গেছে তাদের শহীদ বলে। মিনার শব্দটিও আরবী শব্দ হতে আগত। মসজিদের চূড়াকে মিনার বলে, তবে স্বাভাবিকভাবে টাওয়ারকেও মিনার বলা যায়। কিন্তু শহীদ মিনার বলতে আমরা যা দেখছি, তা শব্দগত শহীদ ও মিনারের সাথে কোনভাবেই মিল খায় না। কারণ শহীদ মিনার বলতে বুঝায় মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ, যার প্রতিটি স্তম্ভ কোন না কোন অর্থ বহন করে। প্রকৃত শহীদ মিনার কখনই এরকম হতে পারে না। বিশেষ করে বর্তমানে কথিত শহীদ মিনারের সামনের অংশকে বলে ‘বেদি’। বেদি শব্দের অর্থ- যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি বা দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি। তারমানে দাড়াচ্ছে- ঐ রড-সিমেন্টের তৈরী স্তম্ভগুলোকে এমন কিছু মনে করা হচ্ছে যাকে পূজা দেওয়ার জন্য বেদি দরকার। কিন্তু শহীদ মিনার বলতে যে অর্থ আমরা পাই, সেখানে পূজাযজ্ঞের জন্য বেদি থাকার প্রশ্নই উঠে না। আমরা বলি- ভাষার জন্য এই শহীদ মিনার, যদিও নূন্যতম ভাষাজ্ঞানটা কথিত শহীদ মিনারের মধ্যে অনুপস্থিত। আপনি এখন গায়ের জোরে বিষয়টি চাপিয়ে দিতে পারেন। কিন্তু একটি দীর্ঘ সময় পরে, এ ধরনের উদ্ভট ভাষাজ্ঞান ভবিষ্যত প্রজন্মের কাছে আমাদের হাস্যকর করে তুলবে।

    আমার মনে হয়- শহীদ মিনারের সঠিক অর্থ বুঝেই তা স্থাপন করা উচিত। এজন্য বর্তমান বিপরীত অর্থক শহীদ মিনার ও পূজাবেদি ভেঙ্গে ফেলে নতুন করে একটি বাস্তবিক মিনার তৈরী করা যেতে পারে, যার উপরে লাগানো থাকবে একটি মাইক। যেখানে শহীদদের সম্মানে ইসলামী নিয়ম মেনে (যেহেতু কেবল মুসলমানই শহীদ হয়) স্তুতি বর্ণনা করা যেতে পারে ।


    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728