Header Ads

ad728
  • Breaking News

    আওয়ামীলীগের আমলে নাম বা কার্যক্রম থেকে ইসলাম বা মুসলিম বা তৎসংশ্লিষ্ট বিষয় বাদ দেওয়া খুবই স্বাভাবিক বিষয়

    সম্প্রতি খবর এসেছে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়েছে। (http://bit.ly/2jaBgX3) মজার বিষয় হচ্ছে- আওয়ামীলীগের আমলে কোন কিছুর নাম, বা কার্যক্রম থেকে ইসলাম বা মুসলিম বা তৎসংশ্লিষ্ট বিষয় বাদ দেওয়া খুবই স্বাভাবিক বিষয়। কারণ খোদ আওয়ামীলীগই তার নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়েছিলো। আওয়ামীলীগের আগের নাম ছিলো ‘আওয়ামী মুসলিম লীগ’, ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে হয় শুধু আওয়ামীলীগ করা। আসুন দেখি আওয়ামী আমলে কোন কোন স্থান থেকে এ ধরনের ইসলাম সম্পর্কিত বিষয় বাদ দেওয়া হয়েছিলো-
    ১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগের নাম ছিলো জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। ১৯৭৩ সালে `মুসলিম’ শব্দ বাদ দিয়ে করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
    ২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “ইকরা বিসমী রাব্বিকাল্লাজি খালাক” কোরআনের আয়াত তুলে দেওয়া হয়।
    ৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “রাব্বি জিদনী ঈলমা’ কোরআনের আয়াত তুলে দেওয়া হয়।
    ৪) “কবি নজরুল ইসলাম কলেজ” থেকে ইসলাম বাদ দিয়ে, কবি নজরুল কলেজ করা হয়।
    ৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সলিমূ্ল্লাহ মুসলিম হল” থেকে, মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমূল্লাহ হল করা হয়
    ৬) মুসলিম জাতীয়তাবাদী কবি আল্লামা ইকবালের নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল্লামা ইকবাল হলের নাম পরিবর্তন করে উগ্রহিন্দুত্ববাদী সূর্যসেনের নামে সূর্যসেন হল করা হয়।
    ৭) সংবিধান থেকে আল্লাহ’র প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেয়া হয়।
    ৮)২০১৪ সালে সেন্টমার্টিন বিএন ইসলামী উচ্চ বিদ্যালয় থেকে ইসলাম বাদ দিয়ে সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয় করা হয়।
    ৯) ২০১৪তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে “ইকরা বিসমী রাব্বিকাল্লাজি খালাক” কোরআনের আয়াত তুলে সেক্যুলার প্রভু আমায় জ্ঞান দাও করা হয়।
    আওয়ামীলীগ যখন নিজের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিতে পেরেছে, তখন সারা দেশে থেকেও ইসলাম ও মুসলিম শব্দটি তুলে দিতে তার বুকে বাধবে না। মুসলমানদের এখনই এ ব্যাপারে সচেতন হতে হবে, নয়ত তাদের শেষ আশ্রয়স্থল ইসলাম ধর্মটাকেও খেয়ে নেয়া হবে।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728