Header Ads

ad728
  • Breaking News

    ভ্যালেন্টাইন ডে পালন মুক্তিযুদ্ধের চেতনার অংশ

    কি অবাক হচ্ছেন ? ভাবছেন- ভালেন্টাইন ডে‘র সাথে মুক্তিযুদ্ধ মিললো কিভাবে ? ৭১ সালে তো বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে এসেই পৌছায় নি ।
    নিশ্চয়ই খবর পেয়েছেন, গতকাল মিডিয়ায় এসেছে- পাকিস্তান নাকি ভালেন্টাইন ডে পালন নিষিদ্ধ করেছে (http://bit.ly/2laqsK9)। যেহেতু পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাই পাকিস্তানের বিরোধীতা করাই মুক্তিযুদ্ধের চেতনার অংশ। সে হিসেবে ভ্যালেন্টাইন ডে পালনই এখন মুক্তিযুদ্ধের চেতনার অংশ।
    আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ঠাট্টা মশকরা করার ইচ্ছা আমার নেই। কিন্তু বর্তমানে চেতনাবাহীরা মুক্তিযুদ্ধ নিয়ে এতটাই ব্যবসা শুরু করেছে যে- মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ঠাট্টা মশকরার বিষয় হয়ে দাড়িয়েছে। এই যেমন- কিছুদিন আগে রাষ্ট্রধর্ম বাতিল করতে রিট হলো। তখন মখা আলমগীরের ভাই বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বক্তব্য দিলো- রাষ্ট্রধর্ম ইসলাম নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। একাত্তর টিভিতে এক সাক্ষাতকারে বললো-` আমরা কি রাষ্ট্রধর্ম ইসলামের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম ??’ যদিও পরে ইতিহাস ঘেটে জানতে পারলাম- জাহাঙ্গীর সাহেব ৭১ সালে মুক্তিযুদ্ধই করেননি, পাকিস্তানের অনুগত থেকে চাকুরী অব্যাহত রেখেছিলেন। একই অবস্থা- সুলতানা কামাল চক্রবর্তী, শাহরিয়ার কবির, কবির চৌধুরী, আনিসুজ্জামান, ইনুসহ তাবত চেতনাগং এর, এরা সবাই ইসলামের বিরোধীতা করার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা খুঁজে পায়, যদিও এরা কেউ একাত্তরে মুক্তিযুদ্ধ করেনি, কেউ কেউ আবার মুক্তিযুদ্ধের ট্রেনিং এর নাম দিয়ে কলকাতার সোনাগাছিতে সময় কাটিয়েছে।
    কয়েকদিন আগে ৯ম-১০ম শ্রেণীর পাঠ্যবইয়ে রণেশ দাশগুপ্তের লেখা `রহমানের মা‘ নামক ছোটগল্পটি পড়লাম। বেচারা রণেশ, একাত্তরে চেতনা বাস্তবায়ন করতে গিয়ে গল্পের প্রধান চরিত্রকে বোরকা খুলিয়েছে (http://bit.ly/2lJKYxt), কিন্তু বাস্তবতা রণেশ নিজেই যুদ্ধ করেনি, যুদ্ধের সময় ভারতে ছিলো, স্বাধীনতার পরই সুযোগ বুঝে বাংলাদেশ ফিরে (http://bit.ly/2lKws9x)।
    রণেশ দাসের কথা যখন আসলো তখন উদীচীর কথাও আসা দরকার, কারণ উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতাসহাযোগী ছিলো এই রণেশ। উল্লেখ্য কিছুদিন আগে বাংলাদেশের পাঠ্যপুস্তকে কিছু গল্প-কবিতা বাদ দিয়ে পুরাতন কিছু গল্প-কবিতা ফিরিয়ে আনা হয়। কিন্তু এতেই `মুক্তিযুদ্ধের চেতনা গেছে, চেতনা গেছে‘ বলে পাগল হয়ে উঠে এই উদীচী । তারা সরকারের বরাবর স্মারকলিপিও দেয় (http://bit.ly/2kEWM4l)। উল্লেখ্য উদীচীর মূল প্রতিষ্ঠাতা সত্যেন সেনও কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে চোখে অসুখের অজুহাতে রাশিয়া পালিয়ে যায় এবং মুক্তিযুদ্ধ শেষ হলে আবার দেশে ফিরে আসে (http://bit.ly/2klIfhK)।
    থাক আমরা আর পুরাতন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি না করি। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করি। ওহহো, কি বলে জানি শুরু করেছিলাম ? ও মনে পড়েছে- ``আজ ভ্যালেন্টাইট ডে, আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দিবস“।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728