Header Ads

ad728
  • Breaking News

    গ্যাসের উপর ভাসছে দেশ, তবু কেন বাড়বে গ্যাসের দাম ?


    মাঝে মাঝে খবর আসে- বাংলাদেশের বিভিন্ন জেলায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে-

    ১) নড়াইলের একটি গ্রামে তিনবছর ধরে গ্যাস উঠছে (http://bit.ly/2lIlDFJ)
    ২) বাগেরহাট সদরে নলকূপে চাপ দিলেই বের হচ্ছে গ্যাস (http://bit.ly/2lcl6d0)
    ৩)রাঙামাটির সাপছড়িতে নলকূপ দিয়ে গ্যাস উঠছে (http://bit.ly/2lmwa8h)
    ৪)নারায়নগঞ্জের আড়াইহাজারে ধানখেত থেকে গ্যাস উঠছে ! (http://bit.ly/2mxUlAM)

    ৫) বরিশালের উজিরপুরে পুকুর ও টিউবওয়েল থেকে উঠছে গ্যাস (http://bit.ly/2mj3Bgp)
    ৬) চট্টগ্রামের মিরসরাইয়ে টিউবওয়েল দিয়ে প্রাকৃতিক গ্যাস উঠছে (http://bit.ly/2lmAHaW)
    ৭) চট্টগ্রামের হাধুরখীলে নলকূপ দিয়ে গ্যাস উঠছে (http://bit.ly/2mqFLfe)

    ৮) ভোলার লালমোহনে টিউবওয়েলের পাইপে গ্যাস (http://bit.ly/2mj1by2)
    ৯)যশোরে নলকূপের পাইপ দিয়ে গ্যাস উঠছে (http://bit.ly/2mxXBfx)

    ১০) সাতক্ষীরায় ‘৯ দিন ধরে’ গ্যাস উঠছে (http://bit.ly/2lmwsfn)
    ১১) বরিশালের আগৈলঝাড়ায় টিউবয়েলের পাইপে গ্যাস (http://bit.ly/2lXdZd4)
    ১২) বি-বাড়িয়ায় নলকূপ থেকে নিঃসৃত হচ্ছে গ্যাস (http://bit.ly/2lIhHET)

    ১৩) চাদপুরের ফরিদগঞ্জ-এ মাটি থেকে উঠছে প্রাকৃতিক গ্যাস ॥ রান্নার কাজ করছে গৃহকর্তারা (http://bit.ly/2mqGwoB)

    ১৪) নাটোরে স্যালোর পাইপে পানির বদলে উঠছে গ্যাস (http://bit.ly/2lXeYtz)
    ১৫) চট্টগ্রামের রাউজানের হিংগলায় অগভীর নলকুপের পানির সাথে নির্গত হচ্ছে গ্যাস (http://bit.ly/2lImu92)
    ১৬) চুয়াডাঙ্গায় ভূগর্ভে গ্যাসের সন্ধান (http://bit.ly/2mqEFjT)
    ১৭) কুমিল্লায় টিউবওয়েল থেকে গ্যাস উদ‌গিরণ। (http://bit.ly/2lmA2WM)
    ১৮) চাঁদপুরের হাজীগঞ্জে উঠছে গ্যাস (http://bit.ly/2lcpkBp)
    ১৯) বান্দরবানে বের হচ্ছে গ্যাস (http://bit.ly/2lX5zlU)
    ২০) লক্ষীপুরের রামগঞ্জে সেচের টিউবওয়েলের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে (http://bit.ly/2lchpnO)
    ২১) নরসিংদীতে নলকূপের পাইপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান (http://bit.ly/2mydbrH)
    ২২) বাগেরহাটের চিতলমারীতে পুকুরে বুদবুদ আকারে উঠছে গ্যাস (http://bit.ly/2lI5z8k)

    ২৩) নোয়াখালীর গ্রামে স্কুলের নলকূপে পানির সঙ্গে গ্যাস (http://bit.ly/2mydpyU)
    ২৪) রাজশাহীতে অনবরত উঠছে গ্যাস! (http://bit.ly/2kYGS8T)

    ২৫) চট্টগ্রামের পটিয়ায় নলকূপের গর্ত থেকে বেরোচ্ছে গ্যাস! (http://bit.ly/2lmBbOo)
    ২৬) ফেনীতে গ্যাস (http://bit.ly/2lSz87F)
    ২৭) বরগুনায় নলকূপ থেকে পানির পরিবর্তে উঠছে গ্যাস! (http://bit.ly/2lX3BBP)
    ২৮) ভোলার দৌলতখানে নলকূপে গ্যাস (http://bit.ly/2lSCZl6)

    ২৯) বরিশালের মুলদীতে উঠছে গ্যাস, মানুষ করছে রান্না (http://bit.ly/2mxZYPt)
    ৩০) ময়মনসিংহে পুকুর ও মাদ্রাসার টিউবওয়েলে বুদবুদ গ্যাস ! (http://bit.ly/2mj24Xz)

    বাংলাদেশ যে গ্যাসের উপর ভাসছে, এটা বাংলাদেশের মানুষ না জানলেও বিদেশীরা কিন্তু ঠিকই জানে। গত ২০১৪ সালে আন্তর্জাতিক পত্রিকা দ্য ডিপ্লোম্যাট রিপোর্ট করে- বাংলাদেশ হচ্ছে এশিয়ার নতুন এনার্জি সুপারপাউয়ার, বাংলাদেশের সমুদ্র উপকূলে মজুদ আছে প্রায় ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস (http://goo.gl/t4C6Rl)।

    অথচ বাংলাদেশ সরকারের কর্তাব্যক্তিরা প্রায় বলে থাকে- বাংলাদেশে নাকি গ্যাস নাই, এমনকি রান্নার কাজেও গ্যাস তুলে দেওয়ার পক্ষে অনেকে। সম্প্রতি গ্যাসের মূল্য অত্যধিক বৃদ্ধি করে জনগণকে গ্যাস ব্যবহারে নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার। যেখানে দেশজুড়ে গ্যাসের ছড়াছড়ি, সেখানে সরকারের এ ধরনের জনস্বার্থ বিরুদ্ধ কার্যক্রম কেন ??

    এর উত্তর তিনটি-
    এক, বাংলাদেশে গ্যাস উদগিরনের যে ছিদ্রসমূহ আছে, যা পাশ্ববর্তী ভারতের গ্যাস উদগিরণের ছিদ্রসমূহ থেকে উচু অবস্থানে আছে। এতে বাংলাদেশ যদি গ্যাস উত্তোলন শুরু করে, তবে ভারতের গ্যাসগুলোও বাংলাদেশ দিয়ে বের হয়ে যাবে। এ কারণে ভারতের চাপে (ঘুষ খেয়ে) গ্যাস তুলতে পারে না সরকার।
    দুই, সম্প্রতি খবর এসেছে ভারত বাংলাদেশকে গ্যাস ট্রানজিট হিসেবে ব্যবহার করবে (http://bit.ly/2mj3HEE)। কিন্তু অভিজ্ঞমহল মনে করছে, গ্যাস ট্রানজিটের নামে বাংলাদেশে ভেতর গ্যাসপাইপ প্রবেশ করিয়ে ভারতে গ্যাস পাচার করবে সরকার, ‍লুটবে বিপুল পরিমাণে অর্থ।
    তিন, গ্যাস বন্ধ করে বিদেশ থেকে এলপি গ্যাস আমদানি করার টার্গেট নিয়েছে সরকার। জনগণকে এলপি গ্যাস ব্যবহার করাতে পারলে প্রচুর পরিমাণে টাকা আত্মসাৎ করতে পারবে সরকারের হর্তাকর্তারা।

    আমার মনে হয়, বাংলাদেশে গ্যাসের দামবৃদ্ধির বিরুদ্ধে এবং জনগণ-ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন স্বল্পমূলে গ্যাস পায় সে জন্য জনগণের প্রতিবাদে রাস্তায় নামা উচিত।


    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728