Header Ads

ad728
  • Breaking News

    রবীন্দ্রনাথ কলকাতা নির্ভর অখণ্ড বাংলার কবি, খণ্ডিত বাংলাদেশের কবি নয়

    অভয়ের পথে শুনি কার বাণী,
    ভয় নাই ওরে ভয় নাই
    নি:শেষে প্রাণ যে করিবে দান
    ক্ষয় নাই তার ক্ষয় নাই
    ছোট বেলায় এ কবিতা পাঠ করে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের কথা স্মরণ করে গা-গরম হওয়ার কথা অনেকের। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই কবিতায় শত্রু হচ্ছে বাংলাদেশের মানুষ, আর হিরো হচ্ছে অখন্ড বাংলার হিন্দুত্ববাদীরা। হ্যা এই কবিতার কবি রবীন্দ্রনাথ কলকাতা নির্ভর অখণ্ড বাংলার কথা স্মরণ করেই তার দেশপ্রেমের উদ্যোগ ঘটিয়েছিলো, এবং সেই কথিত দেশপ্রেমের পুরোটাই ছিলো ব্যক্তি স্বার্থে। কারণ সে ছিলো জমিদার। আর পূর্ব বাংলা-পশ্চিম বাংলা ভাগ হয়ে গেলে তার পূর্ব বাংলার খাজনায় টান পড়তো। তাই যতদিন পূর্ব-পশ্চিম বাংলা এক থাকবে, ততদিন রবীন্দ্রনাথের পকেটেও ভরে থাকবে। বলাবাহুল্য বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা শিরোনামে যে গানটি গাওয়া হয় সেটাও সেই কলকাতা নির্ভর অখণ্ড বাংলার হয়ে, যেখানে বাংলাদেশের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
    পাঠক ! অনেক দেশ আছে স্বাধীনতার বহুবছর পর পতাকা, জাতীয় সঙ্গীত এমনকি রাজধানী পর্যন্ত চেঞ্চ করে। এটা অস্বাভাবিক কোন বিষয় নয়। যেহেতু জাতীয় সঙ্গীত একটি দেশের মৌলিক অংশ, তাই সেখানে ভুল কিছুকে টেনে নেওয়ার প্রশ্নই আসতে পারে না।
    হ্যা আমি বলছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া জরুরী। আপনিও বলুন, সবাই সমস্বরে একযোগে বলুন- `পরিবর্তন হোক এই জাতীয় সঙ্গীতের‘।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728