Header Ads

ad728
  • Breaking News

    পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথের গল্প কবিতা বাদ দেওয়া নিয়ে টাইমস অব ইন্ডিয়ার ভুয়া রিপোর্ট


    ভারতের টাইমস অব ইন্ডিয়া খবর করেছে- India aghast as Bangladesh snips Tagore, Sarat works from school books
    অর্থাত বাংলাদেশের স্কুল পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ-শরতকে বাদ দেয়ায় ভারত হতবাক হয়ে গেছে। (http://bit.ly/2kLqrMj)
    ২০১৭ সালের সিলেবাস থেকে ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প-কবিতা বাদ দেয়ার যে দাবী ভারতীয় মিডিয়া করেছে তা কতটুকু সত্য ?
    ২০১৭ সালের পাঠ্যপুস্তকগুলো দেখলে পাওয়া যায়- পাঠ্যবইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বমোট ২৩টি গল্প-কবিতা বিদ্যমান, এবং ২০১৬ সালের পাঠ্যবইয়েও যার সংখ্যা ২৩টি ছিলো। অর্থাত কোন কমবেশি করা হয়নি।
     তবে সত্য হচ্ছে- ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথের গল্প-কবিতার মত এত বিশাল সংখ্যক গল্প-কবিতা আর কোন কবির অন্তর্ভূক্ত করা হয়নি। রবীন্দ্রনাথে সবচেয়ে কাছাকাছি যার গল্প-কবিতা অন্তর্ভূক্ত করা হয়েছে, সে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার গল্প-কবিতা সংখ্যা ১২টি, অর্থাত রবীন্দ্রনাথের থেকে ১১টি কম। আর বাকি বাংলাদেশী সাহিত্যিকদের গল্প-কবিতা সংখ্যা ধারে কাছেও নেই।
    অর্থাত পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথের গল্প কবিতা বাদ দেওয়ার যে উদ্ভট দাবি টাইমস অব ইন্ডিয়া করেছে তা সম্পূর্ণ অসত্য, ভুয়া ও উস্কানিমূলক।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728