Header Ads

ad728
  • Breaking News

    ভারতের পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে মুসলিম লেখকদের গল্প-কবিতা স্থান পায় না


    ভারতের পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে মুসলিম লেখকদের গল্প-কবিতা স্থান পায় না, অথচ বাংলাদেশের ক্ষেত্রে তা সম্পূর্ণ উল্টো
    পশ্চিমবঙ্গের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের মোট ২১টি পাঠ্যে লেখক-কবির নাম উল্লেখ আছে, যার ১০০% হিন্দু ধর্মাবলম্বী। অপরদিকে বাংলাদেশের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে ১০টি গল্প-কবিতার মধ্যে ৫টি মাত্র মুসলমানের, বাকিগুলো হিন্দুদের।
    বলাবাহুল্য বাংলাদেশের হিন্দু জনসংখ্যা মাত্র ২-৩%, অথচ পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ৪০% এর উপরে। মুসলিম কবি-সাহিত্যিকেরও অভাব নেই সেখানে, তারপরও সব বাদ, শুধু হিন্দুদের গল্প-কবিতা থাকবে।
    আসলে আমিও হতবাক হয়েছি, যখন দেখেছি ভারতীয় মিডিয়া নিউজ করছে- `বাংলাদেশের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ-শরতকে বাদ দেয়ায় হতবাক ভারত। অথচ ভারত যে শতভাগ মুসলমানকে বাদ দিয়ে দিয়েছে, সেটা যেন চোখেই পড়েনি তাদের।
    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728