Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম এখনও ইসলাম আছে


    কিন্তু প্রধানবিচারক এসকে সিনহা বলছে- বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ দেশ।
    অতি সম্প্রতি ধর্ম নিয়ে সাংবিধানিক কোন পরিবর্তন এসেছে বলেও মনে পরে না
    কিন্তু এসকে সিনহা যেভাবে বলছে, মনে হচ্ছে- অতি সম্প্রতি বোধ হয় ধর্মনিরপেক্ষতার পরিবর্তন এসেছে।
    আমার জানা মতে, এসকে সিনহা একজন গোড়া ইসকনী হিন্দু। আবার আগামী ১৯ মার্চ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে যে রিট শুনানী হবে, তারও বাদী একজন ইসকন সদস্য, নাম- সমরেন্দ্র নাথ গোস্বামী। আরো উল্লেখ্য, গত বছর মার্চে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে যে রিট হয়েছিলো, তার আইনজীবি ছিলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতা সুব্রত চৌধুরী।
    তারমানে দেখা যাচ্ছে, হিন্দুরা একজোট হয়ে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিতে চাইছে। এতে ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে হিন্দুত্ববাদ গেলানো সহজ হবে। অন্যদিকে বাংলাদেশের মুসলমানরা এখনও হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার জন্য জান-জীবন দিয়ে যাচ্ছে। সত্যিই অবাক লাগে…..

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728