Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু নয়

    বাংলাদেশের সংবিধান চারটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত-
    ১) ধর্ম নিরপেক্ষতা
    ২) গণতন্ত্র
    ৩) জাতীয়তাবাদ
    ৪) সমাজতন্ত্র

    বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি ধর্মনিরপেক্ষতা, অর্থাত ধর্মের উপর ভিত্তি করে কাউকে পৃথক করা যাবে না। অথচ দেখা যাচ্ছে, নির্দ্দিষ্ট ধর্মগোষ্ঠীকে ধর্মের উপর ভিত্তি করে পৃথক করে `সংখ্যালঘু’ খেতাব দেয়া হচ্ছে, এটা তো ধর্মনিরপেক্ষতা নীতি বিরুদ্ধ। সে হিসেবে হিন্দুরা কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু খেতাব নিতে পারে ??
    উপরন্তু, সংবিধানের আরেকটি মূলনীতি হচ্ছে- জাতীয়তাবাদ। হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু নিজেদের বাংলাদেশী হিসেবেই দাবি করে থাকে (কথাও বলে বাংলাভাষায়)। অর্থাত জাতীয়তার দিক থেকে চিন্তা করলেও হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নয়, বরং সংখ্যাগুরু বাংলাদেশী (কিংবা বাঙালী)। জাতীয়তার দিক থেকে সংখ্যালঘু হতে পারে বিভিন্ন নৃ-উপজাতি গোষ্ঠী যেমন- চাকমা, মাররা ইত্যাদি।

    সোজাভাষায় সংবিধানের দুইমূলনীতি ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ বিবেচনা করলে বাংলাদেশের হিন্দুরা কখনই সংখ্যালঘু নয় বরং সংখ্যাগুরু হয়। উল্লেখ্য, ভারতের বিজেপি সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লা কিছুদিন আগে বলেছিলো- ভারতের মুসলমানরা কখনই সংখ্যালঘু নয়। অর্থাত সংখ্যালঘু তকমা লাগিয়ে মুসলমানদের সুবিধা দিতে ভারত সরকার মোটেও রাজি নয়।

    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728