Header Ads

ad728
  • Breaking News

    কে পাকিস্তানী আর কে বাংলাদেশী ?


    গত কয়েকদিন আগে পাঠ্যপুস্তকে পরিবর্তনের বিরুদ্ধে রিট করে মমতাজ জাহান ও ড. আনোয়ার হোসেন নামক দুইজন। (http://bit.ly/2ni4uTo)

    তাদের যতগুলো অভিযোগ ছিলো, তার মধ্যে ফাইলের ১২ নম্বর পয়েন্ট ছিলো-

    হেফাজতের দাবিতে শরতচন্দ্র, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, সঞ্জীব চন্দ্র চট্টপাধ্যায়, রতন দাস, ভারত চন্দ্র, লালন সাই, রঙ্গলাল বন্দপাধ্যায়ের লেখা বাদ দেয়া হয়েছে। অথচ এসব লেখা আমাদের কারিকুলামের অংশ, এমনকি পাকিস্তান আমলেও এগুলো আমাদের ক্যারিকুলামে ছিলো।

    পাঠক ! এতদিন শুনতাম হেফাজত নাকি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু এখন রিট ফাইলের নাস্তিকদের দাবিতেই দেখলাম- হেফাজত পাকিস্তানী সিলেবাস পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে।

    কি সুন্দর !! হেফাজত কি তবে এই সিলেবাস পরিবর্তনের দাবি জানিয়ে, বাংলাদেশকে পাকিস্তান হওয়া থেকে রক্ষা করেনি ? অপরপক্ষে নাস্তিক ও হিন্দুরা পাকিস্তানের সিলেবাস ফেরত আনার দাবি করে বাংলাদেশকে কি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেনি ???

    পাঠক আপনারাই যাচাই করুন কে পাকিস্তানী আর কে বাংলাদেশী ??


    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728