Header Ads

ad728
  • Breaking News

    বাঘ-ভল্লুক মূর্তির কাছে মঙ্গল কামনা করে শত শত কোটি টাকা খরচ করা কতটুকু যুক্তিসঙ্গত ?


    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছে- এখন থেকে শুধু চারুকলা থেকে না, প্রত্যেক জেলা, প্রত্যেক থানা, এমনকি প্রত্যেক ইউনিয়ন থেকে মঙ্গলশোভাযাত্রা বের হবে। (http://bit.ly/2mm47tS)

    উল্লেখ্য, বাংলাদেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন আছে । ধরে নিলাম প্রত্যেক ইউনিয়নে মঙ্গলশোভাযাত্রার আয়াজন করতে কমপক্ষে ১০ লক্ষ টাকা খরচ হয়, তবে সাড়ে ৪ হাজার ইউনিয়নে মঙ্গলশোভাযাত্রা করতে খরচ হবে ৪৫০ কোটি টাকা।
    বলাবাহুল্য এই টাকা আসাদুজ্জামান নূর তাদের বাপের বাড়ি থেকে নিয়ে আসবে না, প্র্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের ফান্ড থেকে দিবে না। এই টাকা অবশ্যই নেয়া হবে জনগণের ফান্ড, মানে ট্যাক্সের টাকা থেকে।

    উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ৩ কোটি ৮৫ লাখ মানুষ দরিদ্র। যা জনসংখ্যার ২৪.৫% দশমিক ৫ শতাংশ। এরমধ্যে ১ কোটি ৫৭ লাখ মানুষ অতিদরিদ্র, যা মোট জনগোষ্ঠীর ১০.৬৪%। (http://bit.ly/2n5Fqkp)

    যে দেশের প্রায় ৪ কোটি জনগণ দরিদ্র, সে দেশে বাঘ-ভল্লুক আর পেচা-হুতুমের মূর্তির কাছে মঙ্গল কামনা করে শত শত কোটি টাকা খরচ করা কতটুকু যুক্তিসঙ্গত ? দয়া করে জানাবেন ।


    ---------------------------------------------------
    --আমার নতুন পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728