প্র্রধানমন্ত্রী যতই বলুক- নববর্ষ সেক্যুলার, হিন্দু ধর্মগ্রন্থ কিন্তু তা স্বীকার করছে না
কালকে একগাদা উল্টো পাল্টা বক্তব্য দেয়ার পর আজকে আবার পহেলা বৈশাখের পক্ষ নিয়ে শেখ হাসিনা বলেছে-‘আমরা এ অঞ্চলে বাংলা নববর্ষটা উদ্যাপন করি। এটা মূলত ব্যবসা-বাণিজ্যে আমাদের অতীতের পণ্য বিনিময় থেকেই এই নববর্ষের শুরু। পুরোনো সব হিসাব শেষ করে নতুন হিসাব লিখে রাখা হতো হালখাতায়। এর সঙ্গে আর অন্য কিছু মিলিয়ে ফেললে হবে না। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা সংস্কৃতির।’ (http://bit.ly/2oDrQpK)
কিন্তু তিনি যতই বলুক- নববর্ষ সেক্যুলার, হিন্দু ধর্মগ্রন্থ কিন্তু তা স্বীকার করছে না। প্র্রধানমন্ত্রী উল্লেখিত হালখাতা অনুষ্ঠানটি একটি স্পষ্ট হিন্দু ধর্মীয় অনুষ্ঠান। ছবিতে দেখুন- হিন্দু ধর্মগ্রন্থে পূজার লিস্টে স্পষ্ট লেখা আছে হালখাতা বা নতুনখাতা পূজা হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং সেখানে বিষ্ণু ও লক্ষীর পূজা করা অবশ্য কর্তব্য। এমনকি হালখাতা পূজার সময় কি মন্ত্র পাঠ করতে হবে তাও নির্দ্দিষ্ট, যা পূজা কার্যাদির বইয়ে স্পষ্ট লেখা আছে।
রবীন্দ্রনাথের জীবনীগ্রন্থে এই হালখাতা পূজার বিবরণী পাওয়া যায়। সেখানে দেখা যায়, মুসলমানদের অপমান করার একটি উপলক্ষ ছিলো এই হালখাতা পূজা অনুষ্ঠান। হালখাতা পূজার সময় হিন্দু জমিদার বাড়িতে মুসলমান প্রজাদের নিচে বসতে দেয়া হতো, আর হিন্দুদের কাপড়ের উপর বসে দেয়া হতো।
তারমানে দেখা যাচ্ছে-
হালাখাতা অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের পূজার অনুষ্ঠান এবং এর মাধ্যমে ব্রিটিশ আমলে মুসলমানদের অপমান করতো হিন্দুরা।
হালাখাতা অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের পূজার অনুষ্ঠান এবং এর মাধ্যমে ব্রিটিশ আমলে মুসলমানদের অপমান করতো হিন্দুরা।
আরো পড়তে পারেন-
পহেলা বৈশাখ পালন ব্রিটিশ বিরোধী নয়, বরং ব্রিটিশ গোলামি চেতনার অংশ- http://bit.ly/2nJIrJt
পহেলা বৈশাখ পালন ব্রিটিশ বিরোধী নয়, বরং ব্রিটিশ গোলামি চেতনার অংশ- http://bit.ly/2nJIrJt
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
পহেলা বৈশাখ কখনো সেক্যুলার অনুষ্ঠান হতে পারেনা।।
ReplyDelete