Header Ads

ad728
  • Breaking News

    শান্তি নিকেতনে রবীন্দ্রনাথ পহেলা বৈশাখ উদযাপন একটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই।


    ‘রবী জীবনী’র সপ্তম খণ্ডে রবীন্দ্র জীবনীকার প্রশান্তকুমার পাল লিখেছেন, ‘ওই বৎসর নববর্ষের দিনটি রবীন্দ্রনাথ শান্তি নিকেতনে ছিলেন, তাই প্রথানুযায়ী ছাত্র ও শিক্ষকদের নিয়ে মন্দিরে উপাসনা করে বর্ষবরণ করেন।’ এরপর উক্ত গ্রন্থের ২৫৮ পৃষ্ঠায় বর্ষশেষের উপাসনার কথা আছে। প্রশান্ত কুমার পাল লিখেছেন, ‘৩১ চৈত্র (শুক্র, ১৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার বহু অতিথি এবং ছাত্র ও শিক্ষকদের নিয়ে রবীন্দ্রনাথ বর্ষশেষের উপাসনা করেন।’
    স্বয়ং রবীন্দ্রনাথ পহেলা বৈশাখকে পূজা হিসেবে পালন করতো। সেখানে আজকে রবীন্দ্রভক্তরা (ছায়নাট) কোন যুক্তিতে এই দিবসকে সেক্যুালার হিসেবে দাবি করে ? আপনি বলুন ??
    দেশে দেশে কথিত বর্ষবরণ সাম্প্রদায়িক উতসব, শুধু বাংলাদেশে অসম্প্রদায়িক হয় কিভাবে ??--http://bit.ly/2oDK2Qh

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728