পহেলা বৈশাখের অসাম্প্রদায়িকতার নামে খাওয়ানো হচ্ছে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ
বাংলাদেশের পাঠ্যপুস্তক ও মিডিয়ায় সব সময় প্রচারণা চালানো হয় পহেলা বৈশাখ উপলক্ষে পূণ্যাহ আর হালখাতা (নূতনখাতা) নামক অনুষ্ঠান দুটি নাকি সেক্যুলার অনুষ্ঠান এবং বহু বছর ধরে বাঙালী মাত্রই নাকি করে আসছে। কিন্তু ছবিতে দেখুন-
পূণ্যাহ আর হালখাতা (নূতন খাতা) নামক অনুষ্ঠান দুটি মোটেও সেক্যুলার কোন অনুষ্ঠান নয়, বরং হিন্দুদের পূজার অনুষ্ঠান। সেই পূজা কিভাবে করতে হয়, তারও বিস্তর বর্ণনা দেয়া আছে। তারমানে দেখা যাচ্ছে, পহেলা বৈশাখের অসাম্প্রদায়িকতার নামে যা বাংলাদেশের মুসলমানদের খাওয়ানো হচ্ছে তার পুরোটাই হচ্ছে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments