Header Ads

ad728
  • Breaking News

    পহেলা বৈশাখ পালন: হিন্দুদের ব্রিটিশ আনুগত্যের চেতনার অংশ


    বাংলাদেশের ৯ম-১০ম শ্রেণীর পাঠ্যবইয়ে ১০৪ পৃষ্ঠায় সাম্প্রদায়িক নাস্তিক কবির চৌধুরী `পয়লা বৈশাখ‘ নামক প্রবন্ধে লিখেছে-

    ``ব্রিটিশ উপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মাধ্যমে এ দেশের শোষিত ও পরশোষিত জনগণের চিত্তের স্বদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিলো”

    অথচ ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। পহেলা বৈশাখ মোটেও ব্রিটিশ বিরোধী চেতনার নয়, বরং ব্রিটিশ গোলামির চেতনারই অংশ। এ সম্পর্কে উইকিপিডিয়া বলছে-

    আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ কর্মকান্ডের উল্লেখ পাওযা যায়।

    (প্রথম মহাযুদ্ধে বাংলা বর্ষবরণ, মুহাম্মদ লুৎফুর হক দৈনিক প্রথম আলো, ১৪ এপ্রিল ২০০৮)


    ---------------------------------------------------

    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728