Header Ads

ad728
  • Breaking News

    ঢাকাসহ পুরো বাংলাদেশে যে সব হোটেলে নো-বিফ সাইন ঝুলছে সেগুলো বয়কট করা উচিত


    ঢাকা শহরে যে কয়টি বড় হোটেল নো বিফ লেখা সাইন ঝুলায় তার মধ্যে হোটেল আল রাজ্জাক অন্যতম। হোটেলটি পুরান ঢাকার বংশাল থানাধীন ২৯/১ নর্থ সাউথ রোডে অবস্থিত। হোটেলটি সাধারণত খাসির হরেকরকম আইটেম বিক্রি করে। কিন্তু বিশেষ কারণবশত: তারা `নো-বিফ‘ সাইন ঝুলায়।

    আল রাজ্জাক হোটেলের মালিকের নাম মৃত হোসেন মোল্লা। হোসেন মোল্লার ইতিহাস আবার বিস্তৃত। ‍ঢাকার পুরাতন অধিবাসীরা জানতে পারেন, ইংলিশ রোডে একসময় বিরাট পতিতাপল্লী ছিলো। জাতীয় পার্টির সাথে জড়িত হোসেন মোল্লা ছিলো এই পতিতাপল্লীর মালিক। হোসেন মোল্লা পুরান ঢাকার অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো। ৯৬ এ আওয়ামীলীগ প্রথম টার্মে ক্ষমতায় এসেই ইংলিশ রোডের এই পতিতালয় বন্ধ করে দেয়। হোসেন মোল্লার ছিলো দুই বউ। এক বউ গুলশানে থাকতো, অন্যবউ পুরান ঢাকায় থাকতো, সে ছিলো পতিতাপল্লীর সর্দারনী। বিরাট সম্পত্তির মালিক ছিলো হোসেন মোল্লা, আমেরিকাতে প্রচুর সম্পত্তি বানিয়েছিলো। বেশ কয়েকবছর হয়েছে হোসেন মোল্লা আমেরিকাতে মারা যায়। যতটুকু জানা যায়, হোসেন মোল্লা‘র এক স্ত্রী (পতিতাপল্লীর সর্দারনী) লোকজন দিয়ে হোটেল আল রাজ্জাক চালায়। এই হোটেলেই এখন ঝুলছে নো বিফ সাইন।

    আমার মনে হয়- ঢাকাসহ পুরো বাংলাদেশে যে সব হোটেলে নো-বিফ সাইন ঝুলছে সেগুলো চিহ্নিত করা উচিত এবং সেগুলো বয়কট করা উচিত। কারণ এরা হিন্দু নয়ত হিন্দুর দালাল। পার্শ্ববর্তী ভারতে যেখানে গরুর জন্য মানুষ হত্যা করছে উগ্র হিন্দুরা, সেখানে তারা হিন্দুদের খুশি করতে নো-বিফ সাইন ঝুলাচ্ছে হোটেলগুলো। এসব হোটেলে খাওয়া আর উগ্র হিন্দুদের সাপোর্ট করা একই কথা। 



    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728