হাতিরঝিলে কে ফেলে গেলো চার কোটি টাকার গাড়ি?
আজকে হাতির ঝিলে কে নাকি ৪ কোটি টাকার গাড়ি ফেলে গেছে। আসলে জার্মানির পোরশা ব্রান্ডের এই গাড়ির বর্তমান মূল্য মাত্র ৬৬,৭০০ ডলার বা ৫৩ লক্ষ টাকা। কিন্তু এই গাড়িতে ট্যাক্স ৮০০%, যা যোগ করে দাবি করা হচ্ছে বর্তমান মূল্য নাকি ৪ কোটি টাকা। (http://www.bbc.com/
আসলে মগের মুল্লুকের দেশ বাংলাদেশ। এখানে একটা গাড়ি আমদানি করতে সরকারকে ৮০০%, মানে গাড়ির দামের ৮ গুন টাকা শুল্ক গুনতে হয়। বেচারা শুল্কের কথা চিন্তা করেই এই গাড়িটা ফেলে রেখে গেছে। তবে চিন্তার বিষয়, বাংলাদেশ সরকার কোন হিসেবে, এত উচ্চ ট্যাক্স নিচ্ছে? বিশ্বের আর কোন দেশ দেখাতে পারবে যেখানে এরকম অস্বাভাবিক ট্যাক্স নেয় ? অনেক দেশে তো গাড়ি-মটর সাইকেল আমদানিতে ট্যাক্স ফ্রি। আর সরকার যে হারে গাড়ির জন্য ট্যাক্স নিচ্ছে, তাতে বাংলাদেশের সড়কগুলো তো স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবার কথা ! কিন্তু সেরকম সুবিধা তো সরকার দেয় না, বরং ভাঙ্গা-চোঙ্গা সড়কে গাড়ি চালালে গাড়ির বারোটা বাজে খুব দ্রুত। অন্যদিকে এই উচ্চ ট্যাক্সের লোভে সরকার দেশী গাড়ি বানাতে দেয় না, কারণ সেখাতে তো এত শুল্ক পাবে না। সরকারের এই অতিলোভের কারণে জনগণ একদিকে যেমন বাহন কিনতে পারছে না, করছে নিদারুন কষ্ট. অন্যদিকে টাকাওয়ালা ব্যবসায়ীরা পাবলিক যান কিনে জনগণের বিনাবাধায় গলা কাটছে। শুরুতে বলেছিলাম- মগের মুল্লুকের নাম বাংলাদেশ, আবার মনে করিয়ে দিলাম আপনাদের।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments