মসজিদ ভাঙ্গতে আসছে নতুন আইন !
সরকার মসজিদের যায়গা অধিগ্রহণের জন্য আইন করছে। উদ্দেশ্য যায়গায় যায়গায় মসজিদ ভাঙ্গাকে আইনত বৈধ করা। মুখে বলছে মন্দির, কিন্তু বাংলাদেশে মন্দির আর কয়টা ? আসল টার্গট মসজিদকে ঘিরে। তবে এ আইনে লোভ দেখাচ্ছে অতিরিক্ত ২-৩ গুন নাকি দেয়া হবে। আসলে এটা ভুয়া টোপ। বাংলাদেশে মসজিদ ভেঙ্গে রাস্তা বানানোর মত জরুরী অবস্থা এখন তৈরী হয় নাই। মসজিদ যদি পরেই যায় তবে রাস্তা একটু ঘুরিয়ে নিলে সমস্যা হওয়ার কথা না। এই তো- হাতির ঝিল বানাতে গিয়ে মন্দিরের জন্য রাস্তা ঘুড়িয়ে দিয়েছে আর্মি। এছাড়া কিছুক্ষণ আগে একজন ইসলামবেত্তার কাছে ইনবক্সে বিষয়টি জানালে তিনি বলেছেন- “মসজিদ ওয়াকফ করলে মালিক হয়ে যান সৃষ্টিকর্তা আল্লাহ্। এ অবস্থায় সরকার কাকে টাকা বা ক্ষতিপূরণ দেবে ?”
শেষ কথা- বর্তমান আওয়ামী সরকারের ভূমিকা মারাত্মক বিতর্কিত ও হিন্দুত্ববাদী। এই অবস্থায় সরকার মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত নিয়ে যতই ভালো টোপ দিক সেটা গ্রহণ করা বাংলাদেশের মুসলমানদের জন্য মোটেও ঠিক হবে না। বাংলাদেশে মুসলমানদের উচিত এই আইনের বিরুদ্ধে আন্দোলন করা, নয়ত এ আইনকে পূজি করে দেশব্যাপী মসজিদ ভাঙ্গার উৎসব শুরু হবে এতে কোন সন্দেহ নাই। এছাড়া এর মাধ্যমে মসজিদ নির্মাণেও বিশেষ বিধিনিষেধ আরোপ হবে। কেউ চাইলে আর মসজিদ বানাতে পারবে না।
খবরের সূত্র- http://
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments