Header Ads

ad728
  • Breaking News

    প্রসঙ্গ: ভারতের সাথে সামরিক চূক্তি –

    আওয়ামী সরকার কি বাংলাদেশের মালিক ?
    বাংলাদেশে
    রাষ্ট্রপতি মাসিক বেতন নেয়- ১ লক্ষ ২০ হাজার টাকা
    প্রধানমন্ত্রী মাসিক বেতন নেয়- ১ লক্ষ ১৫ হাজার টাকা
    মন্ত্রীরা মাসিক বেতন নেয়- ১ লাখ ৫ হাজার টাকা
    এমপিরা মাসিক বেতন নেয়- ৫৫ হাজার টাকা
    এই বেতন নেয়া প্রমাণ করে, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কেউ দেশের মালিক না, বরং জনগণের পক্ষ থেকে নিয়োগকৃত কর্মচারি। জনগণের পক্ষে কাজ করার জন্য, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেয়া হয়, ঘর সংসার চালানো হয়।
    কিন্তু দু:খজনক বিষয়, যারাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রী হয়েছে তারা সেই বিষয়টি ভুলে গেছে যে তারা হচ্ছে দেশের কর্মচারি, তারা দেশের মালিক নয়। বিশেষ করে বর্তমানে আওয়ামী সরকার এমন সব কাজ করে যাচ্ছে, যা দর্শণে মনে হচ্ছে আওয়ামী গভ:মেন্টকে মনে হয় দেশের মালিক করে দেয়া হয়েছে, তাই তারা জনগণের মত উপেক্ষা করে যা খুশি তাই করছে।
    জনগণের মতকে ছুড়ে ফেলে রামপাল বিদ্যুতকেন্দ্র বানাচ্ছে
    হ্যাকিং এর মিথ্যা গল্প ফেদে বাংলাদেশের জনগণের জমাকরা টাকা লুটপাট করছে
    জনগণের মত উপেক্ষা করে সুপ্রীম কোর্টের সামনে গ্রিক ধর্মের মূর্তি বসিয়েছে
    সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে হিন্দুধর্মীয় পাঠ্যপুস্তক পড়াচ্ছে
    মুসলিম ছাত্র-ছাত্রীদের জোর করে মঙ্গলপূজা করাচ্ছে
    গংগী-গংগী নাটক বানিয়ে দেশজুড়ে মুসলমানদের হয়রানি করছে
    ট্রানজিট-করিডোরের নামে দেশ ভারতের কাছে বর্গা গিয়েছে
    গ্যাস ট্রানজিটের নামে ভারতে গ্যাস পাচার করছে
    সবশেষে সামরিক চুক্তির নামে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার কার্যক্রম হাতে নিয়েছে।
    সর্বশেষে বলবো- চাকর যখন মালিকের মত আচরণ শুরু করে তখন কিন্তু সর্বনাশ। বর্তমান সরকারও যেভাবে নিজেকে দেশের মালিক বানিয়ে আসল মালিক জনগণকে জুড়ে ফেলে ভারতের কাছে দেশবিক্রি করছে, তাতে কিন্তু নিজেরই বিপদ ডেকে আনছে। ভুলে গেলে চলবে না, সব ক্রিয়ারই কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া আছে…….

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728