বাংলাদেশ সরকারকে পাগলে পেয়েছে
কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এমনটা করা সম্ভব না। এতদিন মানুষ ফ্লাইওভার বানানোর যন্ত্রনা ভোগ করেছে। অনেকেই বলেছে- `আমাদের ফ্লাইওভার দরকার নাই, আমাদের আগের রাস্তা ফেরত দাও।‘ ফ্লাইওভার বানানোর যে ভোগান্তি, তা ফ্লাইওভার পরবর্তী সুখের থেকে ঢের বেশি। এখন দেখা যাচ্ছে, ফ্লাইওভার শেষ না হতেই শুরু হবে মেট্রোরেল ভোগান্তি !!!
পাঠক ! একটু চিন্তা করুন-
ঢাকা শহর একটি ওভারলোডেড শহর। এখানে প্রতি বর্গকিলোতে ৫০ হাজার থেকে ১ লক্ষ লোকের বসবাস। এখানে ছোট একটা গলি বন্ধ থাকা মানে লক্ষ লক্ষ লোক যানজটে কষ্ট করা। সেখানে কিভাবে করে এই জনগোষ্ঠী এতদিন ধরে ফ্লাইওভার বানানোর কষ্ট ভোগ করছে। ফ্লাইওভারের কষ্ট শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে মেট্রোরেল কষ্টের প্রস্তুতি !!! এটা কি সুস্থ লোকের লক্ষণ ???
পৃথিবীর এমন একটা ওভার লোডেড শহর দেখাতে আপনি পারবেন না, যেখানে শহর বন্ধ করে এ ধরনের কন্সট্র্যাকশন কাজ হয়। রাস্তা যদি বন্ধ নাও হয়, তবে এসব ভারি কাজের নিচ দিয়ে মানুষের যাতায়াত করা খুই রিস্কি। আমি আবার বলছি- কোন সুস্থ মানুষের পক্ষে এ ধরনের উদ্যোগ নেয়া সম্ভব না। আপনি দয়া করে উন্নয়নের ফিরিস্তি দেখাতে যাবেন না। হাওরের একটা বাধ নির্মাণ করার সময় দুর্নীতি এড়াতে পারেন না, আর ঢাকা শহরে উন্নয়ন করে ভাসিয়ে ফেলাবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। বরং দুর্নীতির লোভেই এসব ফ্লাইওভার আর মেট্রোরেল দিয়ে ভুগাচ্ছেন ঢাকাবাসীকে।
এটা খুব স্বাভাবিক বিষয়, ওভার লোডেড শহরে হাজারটা ফ্লাইওভার আর মেট্রোরেল বানিয়ে আপনি সমাধান করতে পারবেন না। আপনার সমাধান- ঢাকাকে খালি করা, জনসংখ্যা বণ্টন করা, দেশব্যাপী ছড়িয়ে দেয়া। এজন্য দরকার শহর বিকেন্দ্রীকরণ, অন্য জেলাশহরগুলোকে উন্নত করা, সেখানে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল নির্মাণ করা। বিভিন্ন কর্মসংস্থানের উতসগুলোকে স্থানান্তর করা। কিন্তু সেগুলো না করে সব কিছুকে আপনি ঢাকাকেন্দ্রীক করে ঢাকাকে বাতিল শহরে পরিণত করেছেন, উপরন্তু মানুষের নাভীশ্বাস তুলে ফ্লাইওভার, মেট্রোরেল বানিয়ে ঢাকাকে গলাটিপে হত্যা করছেন।
ইস ! ঢাকা মানেই কষ্ট।
#Stop_Flyover_Construction
#Stop_metrorail_constructi
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments