Header Ads

ad728
  • Breaking News

    প্রতি বছর রোজা আসলেই শুরু হয় পরীক্ষা, এটা ভুল বশতঃ নাকি ইচ্ছাকৃত ??


    প্রতি বছর রোজা আসলেই শুরু হয় পরীক্ষা। বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দেওয়ার হিরিক পড়ে যায়।
    আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য মোতাবেক, এ বছর রোজার মাসে আছে-
    ১) কারিগরি শিক্ষাবোর্ডে একাধিক সেমিস্টারে পরীক্ষা
    ২) জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিক বর্ষে পরীক্ষা
    ৩) ব্র্যাক ভার্সিটিতে পরীক্ষা
    ৪) জাহাঙ্গীরনগর বি.বি.এ ( প্রফেশনাল) পরীক্ষা
    ৫) রাজশাহী কলেজে মার্স্টাস শেষ বর্ষের ইনকোর্স পরীক্ষা
    ৬) BSc in Physiotherapy exam (DU)
    ৭) Stamford university ..mid term exm
    ৮) Rajshahi university, Veterinary & animal sciences, MBA Final
    ৯) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিবিএ ফ্যাকাল্টির বেশীর ভাগ এক্সাম
    ১০) Narayanganj University College hons 1st yr er test xm
    ১১) Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University সব ইয়ার এর সেমিষ্টার ফাইনাল
    ১২) Port City International University, বি এস সি প্রথম সেমিষ্টার
    ১৩) চিটাগাং ইউনিভার্সিটি অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (চুয়েট) এ রমজানে পরীক্ষা
    ১৪) মেডিকেল প্রফেশনাল এক্সাম
    ১৫) চট্টগ্রাম বিশবিদ্যালয় এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল এক্সাম

    রোজা রেখে পরীক্ষা ও ক্লাস করা সম্পর্কে কয়েকজন ছাত্র-ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে-

    ক) Abdul Bari Mithu
    জানিনা আমরা কবে এই নিষ্ঠুরতা থেকে বাঁচবো । কেন আমাদের এই পবিত্র রমজান মাসেপরীক্ষা এত কষ্ঠে হবে । কতনা কষ্ঠ হচ্ছে সবার। রোজা রাখা নামায পড়া তারাবি পড়া আবার এর মাঝে পড়ালেখা করা । সবাই হইতো বলবে কই আমাদের কিছুই হয়নাতো । কিন্তূ তারা কি জানে সবার সবকিছুতো আর সবার মত নয় । হে আল্লাহ আমাদের হেফাযত করেন । আমিন

    খ) Kawser Khan Ahtesam
    জগন্নাথ একজন হিন্দু দেবতার নাম, তার নামে প্রতিষ্ঠিত আমার প্রাণ প্রিয় বিশ্ববিদ্যালয়,
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাই বলে কি মুসলমানরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব?
    এমন একটি পুজা বাদ যায়নি যা এখানে ঘটা করে পালিত হয় নি,
    কিন্তু রমযান?
    মনে হচ্ছে সারা মাসের মত এটাও একটা সাধারণ মাস,
    নেই কোন ব্যতিক্রমী, আগের মতই ক্লাস হচ্ছে, তার মানে রমযানের নেই কোন তাৎপর্য, যা আছে পূজার.......

    গ) Shima Sharmin
    প্রতিবার রোজা রেখে পরীক্ষা দিতে হয়,,,,বুঝি না কারা রুটিন করে,,,,,
    রহমতের মাস তাও মানে না

    আসলে এক বছর এমনটা ঘটলে বোঝা যেতো হয়ত ভুলে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছর বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ইউরোপ আমেরিকায় মুসলমানদের ধর্মীয় দিবসে ছুটি দেয় না, সম্প্রতি বিজেপি আসার পর ভারতেও মুসলমানদের ধর্মীয় ছুটিগুলো কর্তন করা হচ্ছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মুসলমানদের বিশেষ ধর্মীয় দিবসগুলো থেকে দূরের রাখার ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে কি না, তা নিয়ে চিন্তা করার যথেষ্ট অবকাশ রয়েছে। 


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728