হিন্দুরা পূজার দিনে পরীক্ষা বন্ধ চায়, মুসলমানরা রোজার দিনে চায় না
গত বছর ২০১৬ সালে দূর্গা পূজার মূল ছুটি ছিলো ১১ই অক্টোবর। ন্যাশনাল ভার্সিটির দুটো পরীক্ষা ছিলো ৮ই অক্টোবর ও ১৫ই অক্টোবর। হিন্দুরা ঐ দুইদিনের পরীক্ষা বাতিল করতে সারা দেশব্যাপী আন্দোলন করে। তাদের দাবি- ৮ই অক্টোবর হিন্দুদের ষষ্ঠী পূজার দিন, আর মূল দূর্গা পূজার ৪ দিন পর তাদের পরীক্ষা দিতে সমস্যা হবে। হিন্দুদের আন্দোলনের মূখে সরকার ঐ দুই দিনের পরীক্ষা পিছিয়ে দেয় (http://bit.ly/2r6f058)।
মজার ব্যাপার হচ্ছে, গত কয়েক বছর ধরে রমজান মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাবোর্ডসহ বেশকিছু প্রাইভেট ভার্সিটি নিয়মিত পরীক্ষা ফেলাচ্ছে। এতে অনেক মুসলিম ছাত্র-ছাত্রী রোজা রাখতে পারছে না, তারাবীর নামাজ তো অনেক পরের বিষয়। হিন্দুদের পূজার সমস্যা হওয়ায় হিন্দু ছাত্র-ছাত্রীরা পরীক্ষার তারিখ পরিবর্তনে মাঠে নেমেছে, কিন্তু রমজান মাসে সমস্যা হওয়ায় কোন মুসলিম ছাত্রছাত্রী মাঠে নেমেছে বলে কেউ দেখাতে পারবে না।
তাহলে কি মুসলমানদের ধর্মীয় অনুভূতি হিন্দুদের থেকে কম হয়ে গেলো ??
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments