সংযম নয় পরীক্ষার মাস রমজান
সংযমের মাস রমজান বলে এতদিন প্রচার পেতো। কিন্তু এখন রমজান মাস মানেই পরীক্ষা মাস। রমজান মাসের শুরু থেকেই পরীক্ষা শুরু হয়, এবং চলে শেষ পর্যন্ত। গত কয়েকদিন আগে আমাকে একজন মেসেজ দিয়ে বললো- vai diploma engineering xm 1 jun theke suru, rojar majhe komche kom 4 lakh student xm dibe........... ar honr's xm o rojar modhe felaiche..... bivinnyo vrct er xm o rojar majhe hbe---- “ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সাম ১লা জুন থেকে শুরু, রোজার মাঝে কমছেকম ৪ লক্ষ স্টুডেন্ট এক্সাম দিবে...আর অনার্স এক্সামও রোজার মধ্যে ফেলছে.....বিভিন্ন ভার্সিটিতে এক্সামও রোজার মাঝে হবে”
যিনি এই তথ্য দিয়েছেন, তার তথ্য ভুল নয়, এবং শুধু এই বছরই নয়। প্রতি বছরই একই কাজ করা হচ্ছে। শুধু স্কুল কলেজ নয় মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও রজমান মাসে ফেলানো হয়, যার অনেক স্টুডেন্ট বিভিন্ন মসজিদে তারাবীর নামাজ পড়ায়।
প্রতি বছর রমজান আসলে অফিসের ডিউটি টাইম কমিয়ে দেয়া হয়। কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ফেলানো হয়। অথচ ক্লাস করা থেকে পরীক্ষা দেয়া বেশি কঠিন। আমি বিষয়টি নিয়ে ব্যক্তিগত খবর নিয়ে জেনেছি, শিক্ষা মন্ত্রনালয় থেকেই চাপ থাকে রজমান মাসে পরীক্ষা ফেলানোর জন্য (অথচ অমঙ্গলপূজা করানোর জন্য উল্টো নোটিশ থাকে)। তাই স্বাভাবিকভাবে অধিকাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষার কারণে রোজা রাখতে পারছে না, তারাবীর নামাজ তো অনেক দূরের বিষয়।
উল্লেখ্য, ২০১৬ সালে এক দূর্গা পূজা উপলক্ষে -
রাজশাহী ইউনিভার্সিটি ৯দিন বন্ধ
বুয়েট ৯ দিন বন্ধ
ঢাকা নার্সিং কলেজ ১০ দিন বন্ধ
চট্টগ্রাম ভার্সিটি ১৪ দিন বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ দিন বন্ধ
এছাড়া সরস্বতী পূজা, হোলি পূজা, কালীপূজা, শ্যামাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দেয়া হয়।
রাজশাহী ইউনিভার্সিটি ৯দিন বন্ধ
বুয়েট ৯ দিন বন্ধ
ঢাকা নার্সিং কলেজ ১০ দিন বন্ধ
চট্টগ্রাম ভার্সিটি ১৪ দিন বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬ দিন বন্ধ
এছাড়া সরস্বতী পূজা, হোলি পূজা, কালীপূজা, শ্যামাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দেয়া হয়।
উল্লেখ্য ২০১৬ সালে পূজা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক পরীক্ষা বাতিল করে, (http://bit.ly/2r6f058) কিন্তু রমজান মাসে সেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পরীক্ষার সময় বলে দেয় (http://bit.ly/2r6kgpi)
পূজায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, শিক্ষা প্রতিষ্ঠানে পূজার ব্যবস্থা হিন্দু-মুসলিম সবাই মিলে পূজা করা এখন সরকারী নিয়ম হয়ে গেছে। আর রোজার মাস আসলে বাধ্যতামূলক পরীক্ষা দিয়ে রোজায় ব্যাঘাত করাও নিয়ম হয়ে গেছে। কোন দেশকে জোর করে হিন্দুত্ববাদের দিকে ঠেলে দেয়ার এত নিকৃষ্ট নজির আর দেখা যায় কি না সন্দেহ।
(বি : দ্র: আপনার জানা মতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর রোজার মাসে পরীক্ষা পড়ছে তা নিচে কমেন্টে জানান, পারলে নোটিশ এর ছবি দিন)
---------------------------------------------------
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments