Header Ads

ad728
  • Breaking News

    প্রসঙ্গ:রবীন্দ্রনাথ। পক্ষ-বিপক্ষ একটি যুক্তি-তর্ক

    মন্তব্য :
    আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধীতা করেন ? ছি: !
    পাকিস্তানী শাসকরা রবীন্দ্রনাথের বিরোধীতা করতো। আপনিও তো দেখছি পাকিস্তানী এজেন্ট।
    উত্তর:
    কেন ভাই ? নিরোদ সি চৌধুরী আর গোলাম আহমদ মোর্তজা উভয়ই তো রবীন্দ্রনাথকে একেবারে পচায় বই লিখেছে। তারা উভয়ই ভারতীয় এবং রবীন্দ্রনাথও ভারতের জাতীয় কবি। কৈ তাদেরকে তো কেউ পাকিস্তানী বলে না। আর আপনি বাংলাদেশী হয়ে ভারতের জাতীয় কবির বিরুদ্ধে বললে পাকিস্তানী হয়ে যান ? অদ্ভূত !! আপনি তো দেখছি ভারতীয়দের থেকেও অধিক ভাদা।
    মন্তব্য :
    রবীন্দ্রনাথ একজন কবি। একজন কবিকে ধর্ম, জাতি দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়। তিনি সবকিছুর উর্ধ্বে।
    উত্তর :
    ঠিক আছে কবি ইকবালও তো একজন কবি। আসুন আমরা তাকেও মানি, তার সাহিত্য চর্চা করি।
    ……ওমা !! কি বললেন ?? কবি ইকবালে সমস্যা !! কেন ??? ও সে পাকিস্তানের জাতীয় কবি ?? সে ইসলাম নির্ভর সাহিত্য রচনা করেছে তাই ???? এতক্ষণ যে বললেন রবীন্দ্রনাথকে জাতি ধর্ম দিয়ে সীমাবদ্ধ করা ঠিক নয়, কিন্তু এখন নিজেই কবি ইকবালকে ধর্ম-জাতি দিয়ে সীমাবদ্ধ করে দিলেন ??? তারমানে ভারতীয় হলে সমস্যা নাই, হিন্দুয়ানী সাহিত্য হলে সমস্যা নাই, সমস্যাটা হলো মুসলিম হলে, ইসলামী সাহিত্য হলে ?? তাই না ???
    মন্তব্য :
    রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মন্তব্য করবেন না, তিনি বাংলা সাহিত্যকে যা দিয়েছেন, অন্য কোন সাহিত্যিক তা দেয়নি।
    উত্তর :
    দাদা, কিছু মনে করবেন না, আপনি কতজন বাংলাদেশী মুসলিম কবি-সাহিত্যিকে নাম জানেন ? ১০ জনের নাম বলুন দেখি ?? তাদের কতগুলো সাহিত্য পড়েছেন ? শুধু সরকারি পৃষ্ঠপোষকতা আর মিডিয়ায় রবীন্দ্রনাথকে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করায় সে বিরাট সাহিত্যিক হয়ে গেলো ? এতই যখন সাহিত্য নিয়ে কথা বলার মুরোদ, তখন সবার সাহিত্য পড়ে এরপর না হয় রবীন্দ্রনাথকে গুরু বানাবেন। আমি একটা লিঙ্ক (http://bit.ly/2pxLl4N) দিলাম এখানে ১১৫ জন বাঙালী মুসলিম কবি-সাহিত্যিকের নাম আছে, এদের কয়জনের নাম আপনি জানেন ? এদের কয়টা বই আপনি পড়েছেন ? এছাড়া বাংলা একাডেমী থেকে প্রকাশিত `বাংলা মুসলিম গ্রন্থপঞ্জী‘ (প্রকাশক : শামসুজ্জামান খান, সংকলক- আলী আহমদ, সময়কার-১৯৮৫, মূল্য-২০০টাকা) বইটা পড়ে দেখবেন। সেখানে ১৮৫০ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৬২৪ জন বাঙালী মুসলিম কবি-সাহিত্যিকের ৪১৭৩টি বইয়ের নাম দেখবেন। সবগুলো বই পড়ে দেখবেন, এরপর না হয় বলবেন- `রবীন্দ্রনাথ যা দিয়েছে, অন্য কেউ বাংলা সাহিত্যকে তা দিতে পারেনি‘, এর আগে নয়।
    মন্তব্য:
    তিনি আমাদের নোবেল প্রাইজ এনে দিয়েছেন, তিনি আমাদের গর্ব
    উত্তর:
    থামেন ভাই ! থামেন ! এত গর্ব করে গর্ভবতী হইয়েন না। নোবেল প্রাইজ পাইলে যে বিরাট কিছু হয়ে গেলো তা মাথা থেকে আপাতত দূর করেন। আফগানিস্তানে দ্বিতীয়বার সৈণ্য পাঠায় শান্তিতে নোবেল পাইছে ওবামা, ফিলিস্তিনে বহু গণহত্যা ঘটায় শান্তিতে নোবেল পাইছে ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন। রোহিঙ্গা গণহত্যা দেখে চুপ করে থাকা অং সান সুকিও নোবেল পাইছে। গরীব বাংলাদেশীদের রক্ত শোষণ করে নোবেল পাইছে সুদখোর ইউনুস আর কয়েকদিন আগে নাটক বানায় নোবেল পাইছে মালালা। মনে রাখবেন, নোবেল পুরষ্কার কর্ম দিয়ে আসে না, আসে দালালি দিয়ে। ব্রিটিশ আনুগত্যতা করে রবীন্দ্রনাথ পাইছে নোবেল, আর ব্রিটিশবিরোধী সাহিত্য চর্চা করে কাজী নজরুল পেয়েছে জেল-এটাই চিরন্তন সত্য।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728