বাংলাদেশের ৯০% মানুষ, সুপ্রিম কোর্টে হামলাকারী নাস্তিক মৌলবাদীদের বিচার চায়
একবার কল্পনা করুন তো,
দাড়িটুপিওয়ালা একদল হুজুর সুপ্রীম কোর্টের মেইন গেইট ভাঙ্গার জন্য তোজজোড় করছে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে শ্লোগান দিচ্ছে
চারপাশে থাকা সেই ক্যামেরাগুলো সেই দৃশ্য ভিডিও করে বিশ্বের দরবারে কি মেসেজটা দিতো ?
টিভিগুলো কি নিউজ করতো ?
আমি নিশ্চিত-
পরের দিন পত্রিকায় হেডলাইন হতো-
সুপ্রীম কোর্টে মৌলবাদীদের হামলা, পুরো জাতি স্তব্ধ !!
অথবা
মৌলবাদী হামলায় লজ্জায় দেশের সর্বোচ্চ বিচারালয় !!
দাড়িটুপিওয়ালা একদল হুজুর সুপ্রীম কোর্টের মেইন গেইট ভাঙ্গার জন্য তোজজোড় করছে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে শ্লোগান দিচ্ছে
চারপাশে থাকা সেই ক্যামেরাগুলো সেই দৃশ্য ভিডিও করে বিশ্বের দরবারে কি মেসেজটা দিতো ?
টিভিগুলো কি নিউজ করতো ?
আমি নিশ্চিত-
পরের দিন পত্রিকায় হেডলাইন হতো-
সুপ্রীম কোর্টে মৌলবাদীদের হামলা, পুরো জাতি স্তব্ধ !!
অথবা
মৌলবাদী হামলায় লজ্জায় দেশের সর্বোচ্চ বিচারালয় !!
অথচ সেই খবর ঘুড়ে গেলো, কারণ সুপ্রীম কোর্টে হামলা করেছে ঐ বিশেষগোষ্ঠিটির লোকজন।
যারা মৌলবাদী কার্যক্রম করলেও মিডিয়া প্রচার করে পজেটিভ করে
আর মুসলমানরা কিছু না করেও তাবৎ দোষের ভাগিদার হয়।
যারা মৌলবাদী কার্যক্রম করলেও মিডিয়া প্রচার করে পজেটিভ করে
আর মুসলমানরা কিছু না করেও তাবৎ দোষের ভাগিদার হয়।
শুনেছি, শুক্রবার সকালের ঘটনার জন্য ১৪০ জনের নামে মামলা হয়েছে,
কিন্তু বৃহস্পতিবার রাতে সুপ্রীম কোর্টের গেইটের উপর যে হামলা হয় সেটা নিয়ে কিন্তু মামলা হয় নাই।
অথচ সবার কাছে সেই ভিডিও-ফুটেজ আছে।
কিন্তু বৃহস্পতিবার রাতে সুপ্রীম কোর্টের গেইটের উপর যে হামলা হয় সেটা নিয়ে কিন্তু মামলা হয় নাই।
অথচ সবার কাছে সেই ভিডিও-ফুটেজ আছে।
আমি নিশ্চিত, বাংলাদেশের ৯০% মানুষ এই মৌলবাদীদের বিচার চায়,
অবিলম্বে দেশের সর্বোচ্চ বিচারলয়ের মানহানীর করার জন্য এদের নামে মামলা দিয়ে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
অবিলম্বে দেশের সর্বোচ্চ বিচারলয়ের মানহানীর করার জন্য এদের নামে মামলা দিয়ে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments