Header Ads

ad728
  • Breaking News

    হিন্দুদের খুশি রাখতে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হলো আব্দুল আজিজকে।

    সিলেটে নও মুসলিম আব্দুল আজিজের গ্রেফতার কাণ্ড দেখে বুঝলাম
    ন্যায়বিচারের মূর্তি থেমিস বসানোর পর দেশে ন্যায়বিচার আরো উধাও হয়ে গেছে
    আব্দুল আজিজ কয়েকদিন ধরে স্ট্যাটাস দিতেছে, তার নামে কে যেন ফেক অ্যাকাউন্ট খুলে ভুয়া স্ট্যাটাস দিতেছে (http://archive.is/cl7ZK),
    এমনকি সে জিডি করতেও গেছে, কিন্তু সেখান থেকে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো
    ৫৭ ধারায় মামলা করা হলো।
    যে রাকেশ রায় বাদী হয়ে মামলা করলো, সেই রাকেশ রায় যে তার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এমনকি ফেসবুকে হুমকি দিচ্ছে, সেটার দলিলও আব্দুল আজিজের অ্যাকাউন্টে আছে(http://archive.is/qXn9s)। রাকেশের নামেই যেখানে মামলা হয়, সেখানে উল্টো মামলা হলো আব্দুল আজিজের নামে !!
    যারা সারাদিন অসাম্প্রদায়িকতার কথা বলে, সেই একাত্তর টিভিও দেখলাম হিন্দুদের পক্ষে গিয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মিথ্যা নিউজ করলো। (https://goo.gl/c1xsXX)
    আসলে এভাবেই একটা দেশকে হানাহানির দিকে ঠেলে দেয়া হয়।
    -গ্রিক দেবীর মূর্তির দরকার নাই, তারপরও বসিয়ে বাধানো হলো গণ্ডগোল
    -পাঠ্যবইয়ে রাধাকৃষ্ণের লীলা খেলার দরকার নাই, তারপরও বসিয়ে বাধানো হলো হট্টগোল
    -সিলেটে পঙ্কজ গুপ্ত বিপদে পড়ে জমি বিক্রি করলো, আর সেই জমি কিনে ১৪ বছরের জেলে গেলো রাগীব আলী
    -কোন দোষ নাই, তারপরও হিন্দুদের খুশি রাখতে মিথ্যা অভিযোগে ফাও গ্রেফতার করা হলো আব্দুল আজিজকে।
    আসলে মানুষ তো আর অন্ধ নয়, মানুষের চোখ মুখ ঠিকই খোলা আছে
    বিহঙ্গ পরিবহন দিয়ে হিন্দু এমপি পঙ্কজ দেবনাথ সাধারণ মানুষকে জ্যান্ত কাবাব বানালে দোষের কিছু হয় না, এসকে সিনহা ৭১ সালে রাজাকারগিরি করলে দোষের কিছু নয় না, শুধু আব্দুল আজিজরা অহিংসবানী প্রচার করলেও দোষের হয়ে যায়।
    কিছু বলবো না, শুধু বলবো কাজী নজরুল ইসলামের কুলি-মজুর কবিতার দুটো লাইন-
    “আসিতেছে শুভদিন,
    দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!”

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728