কারো মূর্তি বানাইলেই তার সম্মান নয় অপমান করার সুযোগ করে দেয়া হয়
কারো মূর্তি বানাইলেই তার সম্মান করা হয় না,
বরং অপমান করার সুযোগ করে দেয়া হয়।
মুসলমানদের প্রাথমিক যুগে মক্কা বিজয়ের পর কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি সরিয়েছিলেন মুসলমানদের শেষ নবী।
সেগুলোর মধ্যে পূর্ববর্তী অনেক নবীরও মূর্তি ছিলো। মূর্তি সরিয়ে যদি অসম্মানই করা হতো, তবে সেই মূর্তিগুলো সরানো হতো না
কিন্তু সেই মূর্তিগুলোও সরিয়ে ফেলা বা ভাঙ্গা হয়েছিলো।
বরং অপমান করার সুযোগ করে দেয়া হয়।
মুসলমানদের প্রাথমিক যুগে মক্কা বিজয়ের পর কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি সরিয়েছিলেন মুসলমানদের শেষ নবী।
সেগুলোর মধ্যে পূর্ববর্তী অনেক নবীরও মূর্তি ছিলো। মূর্তি সরিয়ে যদি অসম্মানই করা হতো, তবে সেই মূর্তিগুলো সরানো হতো না
কিন্তু সেই মূর্তিগুলোও সরিয়ে ফেলা বা ভাঙ্গা হয়েছিলো।
উল্লেখ্য আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে নিউইয়র্কের ম্যানহাটনে Appellate Courthouse এ মুসলমানদের শেষ নবীর একটি মূর্তি বসানো হয়েছিলো। কিন্তু মুসলমানদের তীব্র প্রতিবাদের মুখে মার্কিন সরকার ১৯৫৫ সালে মূর্তিটি সরিয়ে ফেলে। মূর্তি সরালে যদি কারো অপমানই করা হয়, তবে নিশ্চয়ই মুসলমানরা তাদের শেষ নবীর মূর্তি সরাতো না।
ইসলামে মূর্তি নিষিদ্ধ হওয়ার অসংখ্য কারণের মধ্যে একটি কারণ মনে হয়, এর মাধ্যমে সম্মানী লোকের মানহানী করার সুযোগ সৃষ্টি হয়। যেমন ধরুন, একজন সম্মানীর লোকের মূর্তির গলায় যদি জুতার মালা ঝুলিয়ে দেয়া হয়, মুখে কালীমা মাখা হয়, কিংবা তার মাথার মধ্যে কেউ যদি দাড়িয়ে থাকে, কিংবা তার মূর্তি যদি বিকৃত করে তৈরী করা হয় (ছবিতে বঙ্গবন্ধুর বিকৃত মূর্তিগুলো দেখুন)। কিংবা সেই মূর্তির ( যদি নারী মূর্তি হয় ) গড়ন সৃষ্টির সময় তার শরীরের স্পর্শকাতর স্থানগুলো অপরিচিত পুরুষের দ্বারা শেপ দেয়া হয়। ধরুন, আপনার বোনের মূর্তি বানাচ্ছে কেউ, তার শরীরের স্পর্ষকাতর অঙ্গগুলোকে যখন নির্মাতা তৈরী করবে, তখন আপনার কেমন লাগবে ? এটা কি অবমাননা করার আরেক কৌশল নয় ?
শেষ দেড় হাজার বছরে মুসলমানরা বিশ্বে সুপার পাওয়ার ছিলো প্রায় ১২০০ বছর (৮০% সময়), পশ্চিমারা ক্ষমতা পেয়েছে মাত্র ২৫০-৩০০ বছর হলো ((২০% সময়) । তারা মুসলিম নিয়মগুলো ভেঙ্গে নতুন নিময় গড়তে চাইছে। কিন্তু নৈতিকতা ও সভ্যতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু পুরোটাই মুসলমানদের থেকে ধার করা। তাই ইসলামের বেধে দেয়া নৈতিকতা ও সভ্যতার সীমারেখা তুলে কেউ যদি নতুন কিছু বানাতে চায়, আমার মনে হয় হিতে বিপরীত হওয়ার সম্ভবনাই বেশি।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments