Header Ads

ad728
  • Breaking News

    ইসলামবিদ্বেষী মিডিয়ায় ঈদের ছুটিকে `ফাঁদ' নামে ডাকা হয় কেন ?



    ১০দিনের ছুটির ফাঁদে বাংলাদেশ !! (http://bit.ly/2rkKHIQ)
    উফ ! কি কষ্ট। বাংলাট্রিবিউনের মত অনেক ইসলামবিদ্বেষী মিডিয়ায় ঈদের ছুটিকে নেগেটিভ করে খবর করে। ভাবখানা এমন যে এই ছুটিতে বোধহয় দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে।
    অথচ ছুটি কম হলে, সংখ্যাগরিষ্ঠ মানুষের গ্রামের বাড়ি যেতে ও ফিরতে কত কষ্ট হয় সেটা সবার জানা।
    আপনাদের মনে থাকার কথা, গত বছর সদরঘাট লঞ্চঘাটের সেই বিভৎস ভিডিওর কথা, যেখানে ঈদের ছুটি পাওয়া মানুষ চাপাচাপি করে ফিরতে গিয়ে রেলিং ভেঙ্গে পড়েছিলো। বাবা ‍দুহাতে তার দুই সন্তানকে পানিতে ডুবা থেকে বাচাতে আপ্রাণ চেষ্টা করছিলো ! (https://youtu.be/5dgeJgCHXIE)
    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র হিসেবে গত বছর বাংলাদেশে ঈদের ছুটিতে বাড়ি যেতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৮৬ জন, পানিপথ মিলিয়ে ২০০ জন, আহত ৭৪৬ জন।
    (http://bit.ly/2sWM4KS)
    বাড়ি যেতে কম সময় পেলে দুর্ঘটনা বাড়বে, মৃত্যুর হারও বাড়বে।
    কিন্তু ছুটি বেশি পেলে মানুষ ধিরে সুস্থে যাওয়ার সুযোগ পাবে।
    কিন্তু মিডিয়া কেন গণবিরোধী নিউজ করছে।
    অথচ এই বাংলা ট্রিবিউন তো কিছুদিন আগে নিউজ করলো-
    পূজার ছুটি থেকে বঞ্চিত মনিপুর স্কুলের শিক্ষার্থীরা
    (http://bit.ly/2dAV17d)
    খবরের ভেতরে পড়লে পাওয়া যায়- ঐ স্কুলের শিক্ষার্থীরা পূজায় ১ দিনের ছুটি পায়, কিন্তু তারা ৯ দিনের ছুটি চায়। বাংলা ট্রিবিউন সেটা সমর্থন করে খবর করেছে।
    ২-৩% হিন্দুর পূজার ছুটির জন্য এরা কান্নাকাটি করে, আর ৯৫% মুসলমানদের ছুটিকে এরা ফাঁদ হিসেবে আখ্যায়িত করে। সত্যিই হতাশাজনক।
    জনগণকে নির্ভিঘ্নে উতসবের আমেজ দিতে ১০দিনের ছুটির জন্য চাই মাঝে আরো ২ দিন নির্বাহী আদেশের ছুটি। সরকার সেটাই বাস্তবায়ন করবে এটাই দাবি।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728