রোজার মাসে খাবার হোটেল বন্ধ হলে খাওয়া বন্ধ হয়ে যায় না
কয়েকদিন আগে ডিবিসি টিভিতে একটা রিপোর্ট দেখলাম-
খবরের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের রাজধানী কল্যানপুরে নাকি রোজার দিনে খাবার হোটেল বন্ধ করে দিয়েছে স্থানীয় মুসল্লীরা। এতে নাকি হিন্দুসহ অন্যান্য শ্রমজীবি মানুষের কষ্ট হচ্ছে।
(http://bit.ly/2rboMQ7)
খবরের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের রাজধানী কল্যানপুরে নাকি রোজার দিনে খাবার হোটেল বন্ধ করে দিয়েছে স্থানীয় মুসল্লীরা। এতে নাকি হিন্দুসহ অন্যান্য শ্রমজীবি মানুষের কষ্ট হচ্ছে।
(http://bit.ly/2rboMQ7)
সংবাদ নির্ভর ডিবিসির প্রধান নিউজ সঞ্চালক হচ্ছে একজন হিন্দু, নাম- নবনিতা চৌধুরী
রিপোর্টটি করেছেও একজন হিন্দু, নাম- বিকাশ বিশ্বাস।
রিপোর্টটি করেছেও একজন হিন্দু, নাম- বিকাশ বিশ্বাস।
রোজার মাসে খাবার হোটেল বন্ধ হলে খাওয়া বন্ধ হয়ে যায় না,
প্রত্যেকে প্রত্যেকের বাসায় খেতে পারে। আড়ালে-আবডালে একাকি খাওয়ারও সুযোগ থাকে।
পর্দা দিয়ে ঘেরা হোটেলগুলো মূলত ব্যবহৃত হয় সিগেরেট খোর মানুষগুলোর জন্য,
যারা সিগেরেট ছাড়া এক মুহুর্তও থাকতে পারে না।
প্রত্যেকে প্রত্যেকের বাসায় খেতে পারে। আড়ালে-আবডালে একাকি খাওয়ারও সুযোগ থাকে।
পর্দা দিয়ে ঘেরা হোটেলগুলো মূলত ব্যবহৃত হয় সিগেরেট খোর মানুষগুলোর জন্য,
যারা সিগেরেট ছাড়া এক মুহুর্তও থাকতে পারে না।
সে যাই হোক, সেটা সমস্যা নয়
সমস্যা হলো নবনিতা আর বিকাশ বিশ্বাসকে নিয়ে।
আপনি যদি ইউটিউবে gau rakshak লিখে সার্চ দেন, তবে শত শত ভিডিও পাবেন যেখানে ভারতে হিন্দুরা গরু বহনের কারণে অসংখ্য মুসলমানকে জানোয়ারের মত পিটাচ্ছে।
সমস্যা হলো নবনিতা আর বিকাশ বিশ্বাসকে নিয়ে।
আপনি যদি ইউটিউবে gau rakshak লিখে সার্চ দেন, তবে শত শত ভিডিও পাবেন যেখানে ভারতে হিন্দুরা গরু বহনের কারণে অসংখ্য মুসলমানকে জানোয়ারের মত পিটাচ্ছে।
৪৭ এ ভারত কিন্তু শুধু হিন্দু ধর্মের জন্য তৈরী হয়নি, হিন্দু-মুসলিম উভয়ের জন্য তৈরী হয়েছে। একারণেই ভারত পেয়েছিলো বিশাল ভূমি (হিন্দু-মুসলিম অধ্যুষিত এলাকা)
অপরদিকে পাকিস্তান (বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ) সৃষ্টি হয়েছিলো শুধু মুসলমানের জন্য, এজন্য পাকিস্তানের ভূমি ছোট ছিলো, শুধু মুসলিম অধ্যুষিত এলাকায় তার সৃষ্টি।
হিন্দু-মুসলিম উভয়ের জন্য তৈরী হয়েও ভারতে জোর করে হিন্দু ধর্ম মুসলমানদের উপর চাপিয়ে দেয়া হয়, গরুর জন্য হত্যা করা হয় মুসলমানকে।
আর শুধু মুসলমানদের জন্য তৈরী হলেও বাংলাদেশে ইসলামী নিয়ম-নীতির বিরোধীতা করে হিন্দুরা।
আর শুধু মুসলমানদের জন্য তৈরী হলেও বাংলাদেশে ইসলামী নিয়ম-নীতির বিরোধীতা করে হিন্দুরা।
আমার মনে হয়, রোজার মাসে দোকান বন্ধের নিয়ম নবনিতা আর বিকাশের পছন্দ না হলে তারা সাচ্ছন্দে ভারত চলে যেতে পারে, বাংলাদেশে তাদের থাকার কোন দরকার নাই।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments