Header Ads

ad728
  • Breaking News

    মৃণাল হকের বিকৃত মূর্তি : পুরাতন বিমানবন্দরের সামনে ‘ঈগল’ !


    বিকৃত ভাস্কর্য বা মূর্তি বানাতে মৃণাল হকের জুড়ি মেলা ভার। গত কয়েক বছর আগে সে নিজের মুখেই স্বীকার করেছে, সে পুরাতন বিমানবন্দরের সামনে একটি ঈগলের মূর্তি বানিয়ে দিয়েছে, কারণ তার ভাষ্য- বাংলাদেশ বিমানবাহিনীর লোগো নাকি ঈগল।
    পাঠক ! মৃনাল হক যে একটা মূর্খ, তার এ ভাষ্য সেটা প্রমাণে যথেষ্ট। এবং যেসব কর্মকর্তা এই মূর্তির অনুমোদন দিয়েছে তারাও মূর্খ।
    কারণ বাংলাদেশ বিমানবাহিনীর লোগো ঈগল নয় বাজপাখি।
    ঈগল মার্কিন যুক্তরাষ্ট্রের লোগো।
    বাজপাখিকে ফার্সী ভাষায় বলা হয় শাহীন। এজন্য বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিএএফ শাহীন স্কুল/কলেজ বলে।
    অনেকে বলতে পারেন, ঈগল আর বাজপাখি কি আলাদা পাখি ?
    উত্তর: অবশ্যই। ঈগল আর বাজপাখি আলাদা পাখি, দুটো পাখির মধ্যে পার্থক্য আছে।
    ঈগল ইংরেজী Eagle আর বাজপাখি ইংরেজী Falcon
    বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে-
    দুটো পাখি Falconiformes Order থেকে এসেছে। কিন্তু বাজপাখির পরিবার হচ্ছে Falconidae এবং ঈগল এর পরিবার হচ্ছে Accipitridae।
    বাংলাদেশ বিমানবাহিনীর মধ্যে শাহীন নামটি বেশি পরিচিত। তবে Falcon নামটিও পরিচিত হয়েছে। যেমন : BAF Falcon Tower বা falcon hall ইত্যাদি।
    শুধু সুপ্রীম কোর্টের সামনে মূর্তি নয়, মৃণাল হক যে দেশজুড়ে বিকৃত মূর্তি বানিয়েছে এটা ইতিমধ্যে জনসমাদৃত। (http://bit.ly/2o7Mc6F)
    আমার মনে হয়, বাংলাদেশ বিমানবাহিনীর লোগোকে বিকৃত করে মার্কিন যুক্তরাষ্ট্রের লোগো স্থাপন করে চরম অন্যায় করা হয়েছে। অবিলম্বে এই বিকৃত মূর্তি ভাঙ্গা উচিত এবং বিমানবাহিনীর কাজ বিকৃত করার জন্য অবশ্যই মৃণাল হকের শাস্তি হওয়া উচিত।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728