Header Ads

ad728
  • Breaking News

    ভারতেই রথযাত্রায় মাইক ব্যবহারের অনুমতি হয় না, বাংলাদেশে হবে কিভাবে ?


    হিন্দুত্ববাদী ভারতেই রথযাত্রায় মাইক ব্যবহারের অনুমতি দেয়া হয় না, তাহলে বাংলাদেশে অনুমতি হবে কিভাবে ? এ সম্পর্কে গত ১৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে টাইমস অব ইন্ডিয়ার একটি খবর দেখা যায়- মুম্বাই হাইকোর্ট স্পষ্ট করে বলছে, রথযাত্রায় মাইক ব্যবহারের অনুমতি দিলেও সেটা আইনত দণ্ডনীয় হবে।
    (বিস্তারিত-http://bit.ly/2sDvVKA)
    আসলে আওয়ামী সরকারের আমলে বাংলাদেশটা ভারতের থেকেও বেশি হিন্দুত্ববাদী হয়ে গেছে। যেমন-
    ১) বাংলাদেশের হিন্দুরা দূর্গা পূজা উপলক্ষে ডবল বোনাস পায় (ঈদে মুসলমানদের প্রাপ্ত বোনাসের দ্বিগুন), কিন্তু ভারতীয় হিন্দুরা কোন বোনাস পায় না।
    ২) বাংলাদেশের হিন্দুরা দূর্গা পূজার সময় মূর্তি যতখুশি পানিতে ডুবিয়ে পানি দূষণ করতে পারে। কিন্তু ভারতীয় হিন্দুরা তা পারে না। ভারতের হাইকোর্ট পানিতে মূর্তি ডুবানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
    ৩) বাংলাদেশের হিন্দুরা বিভিন্ন পূজার সময় যতখুশি মূর্তি উচু করতে পারে। যেমন- ৭১ ফুট, ৬০ ফুট। কিন্তু ভারতের হিন্দুরা তা পারে না। অনেক এলাকা মূর্তি সাইজ ১৫ ফুট, আবার অনেক এলাকায় ৩৯ ফুট নির্ধারণ করা আছে। এর বেশি উচু করলে পুলিশ তাদের ধরে নিয়ে যায়।
    ৪) দূর্গা পূজার সময় বাংলাদেশের হিন্দুরা মূর্তি পানিতে ডুবানোর জন্য সময় পায় রাত ৯টা-রাত ১২টা পর্যন্ত, অথচ ভারতে সময় দেয়া হয়েছে মাত্র বিকাল ৪টা পর্যন্ত, পরবর্তীতে অবশ্য অনেক কান্নাকাটি করে
    সময় ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।
    অনেক হিন্দুকে দেখলাম বলছে- প্রতিদিন ৫ বার মাইকে আজান বাজতে পারলে, বছরে ১ বার রথযাত্রায় সমস্যা কোথায় ?
    উফ ! কি সুন্দর যুক্তি। অথচ নিজেদের দেশ ভারতে তারা মুসলমানদের মাইক ব্যবহারের অনুমতি দেয় না। আর বাংলাদেশে আসছে অধিকার নিয়ে-
    -ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের আজান বন্ধ করতে রুল । (http://bit.ly/2sTeGXT)
    - আজান বন্ধ করতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন (জনজাগৃতি , শিবসেনা) নিয়মিত আন্দোলন করে। (http://bit.ly/2stjWkq)
    সবশেষে বলবো,
    ‘রথযাত্রায় মাইক বন্ধ থাকবে” যাদের না পোষায়, তারা যেন সসম্মানে হিন্দুর দেশ ভারত চলে যায়। দেখি তারা সেখানে গিয়ে কতটুকু হিন্দুত্ববাদ জারি করতে পারে।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728