ইসলাম ও মুক্তিযুদ্ধকে পরষ্পরের বিরুদ্ধে যারা দাড় করাতে চায় তারা ভণ্ড ও প্রতারক
প্রায়শ:ই টকশোতে একটা কথা শুনি-
৪৭ এ পাকিস্তান সৃষ্টি হয়েছিলো ইসলাম ও মুসলমানদের জন্য।
কিন্তু পরবর্তীতে বাংলাদেশীরা ভুল বুঝতে পারে এবং
৭১ এ মুক্তিযুদ্ধের সাধ্যমে তারা সাম্প্রদায়িক পাকিস্তান থেকে আলাদা হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে। এ বক্তব্যের মাধ্যমে তারা বুঝতে চায়, বাংলাদেশের মানুষ `ইসলাম‘ চায়নি বলেই তারা বাংলাদেশ সৃষ্টি করেছিলো।
৭১ এ মুক্তিযুদ্ধের সাধ্যমে তারা সাম্প্রদায়িক পাকিস্তান থেকে আলাদা হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে। এ বক্তব্যের মাধ্যমে তারা বুঝতে চায়, বাংলাদেশের মানুষ `ইসলাম‘ চায়নি বলেই তারা বাংলাদেশ সৃষ্টি করেছিলো।
যারা এ ভুয়া তত্ত্ব বার বার উচ্চারণ করেন, দয়া করে তারা সুফিয়া কামালের লেখা `একাত্তরের ডাইরী‘ (বইটি পড়তে- http://bit.ly/2thXDvm) পড়ে নেবেন। সুফিয়া কামালকে নিশ্চয়ই আলাদা করে পরিচয় করিয়ে দেবার দরকার নাই, সুফিয়া কামাল একাধারে-
সংস্কৃতিবাদীদের গুরু
নারীবাদীদের গুরু
শাহবাগীসহ তাবত চেতনাবাদীদের গুরু।
সংস্কৃতিবাদীদের গুরু
নারীবাদীদের গুরু
শাহবাগীসহ তাবত চেতনাবাদীদের গুরু।
ডাইরীটি পড়লে দেখা যায়-
১) পুরো ডাইরীটিতে প্রায় ২শ‘ বার আল্লাহ নাম দিয়ে ডেকেছে সুফিয়া কামাল। এছাড়া দয়াময়,করুণাময়, রহমান, রহমানুর রহিম, স্রষ্টাসহ অনেক উপাধি করে তিনি সৃষ্টিকর্তাকে ডেকেছেন, প্রার্থনা করেছেন।
২) বইটির মধ্যে তিনি বার বার প্রমাণ করতে চেয়েছেন- বাঙলীরা সাচ্চা মুসলমান, ইসলামপ্রিয়, আল্লাহভীরু। তিনি নিজেও পাচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মীলাদুন্নবী, মিলাদ মাহফিল, শবে বরাত, শবে কদর পালন করেন বলে উল্লেখ করেছেন। এমনকি যৌবন কালে মহানবীকে স্বপ্ন দেখেছেন বলেও ৩১শে অক্টোবর, ১৯৭১ এর পেইজে উল্লেখ করেছেন।
৩) বইটিতে তিনি পাকিস্তানীদের কাফির, মুনাফিক, জালেম, মিথ্যাবাদী, মদারু, `কালেমা জানে না‘সহ বিভিন্ন উপাধি দিয়ে ডেকেছেন। তিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবালের প্রশংসা করেছেন এবং পাকিস্তানীরা যে পাকিস্তান সৃষ্টির উদ্দেশ্য (মুসলমানদের স্বার্থ রক্ষা) দেখছে না বরং বিপরীত করছে সেটা বার বার উল্লেখ করেছেন।
১) পুরো ডাইরীটিতে প্রায় ২শ‘ বার আল্লাহ নাম দিয়ে ডেকেছে সুফিয়া কামাল। এছাড়া দয়াময়,করুণাময়, রহমান, রহমানুর রহিম, স্রষ্টাসহ অনেক উপাধি করে তিনি সৃষ্টিকর্তাকে ডেকেছেন, প্রার্থনা করেছেন।
২) বইটির মধ্যে তিনি বার বার প্রমাণ করতে চেয়েছেন- বাঙলীরা সাচ্চা মুসলমান, ইসলামপ্রিয়, আল্লাহভীরু। তিনি নিজেও পাচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মীলাদুন্নবী, মিলাদ মাহফিল, শবে বরাত, শবে কদর পালন করেন বলে উল্লেখ করেছেন। এমনকি যৌবন কালে মহানবীকে স্বপ্ন দেখেছেন বলেও ৩১শে অক্টোবর, ১৯৭১ এর পেইজে উল্লেখ করেছেন।
৩) বইটিতে তিনি পাকিস্তানীদের কাফির, মুনাফিক, জালেম, মিথ্যাবাদী, মদারু, `কালেমা জানে না‘সহ বিভিন্ন উপাধি দিয়ে ডেকেছেন। তিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবালের প্রশংসা করেছেন এবং পাকিস্তানীরা যে পাকিস্তান সৃষ্টির উদ্দেশ্য (মুসলমানদের স্বার্থ রক্ষা) দেখছে না বরং বিপরীত করছে সেটা বার বার উল্লেখ করেছেন।
সুফিয়া কামালের ডাইরীটি পড়লে স্পষ্ট বোঝা যায়,
৪৭ এ পাকিস্তান সৃষ্টি হয়েছিলো মুসলমানদের জন্য
কিন্তু একাত্তর সাথে যুদ্ধ হয়েছিলো জালেমের জুলুম থেকে বাচার জন্য, কখনই ইসলাম থেকে দূরে সরে যাবার জন্য নয়।
৪৭ এ পাকিস্তান সৃষ্টি হয়েছিলো মুসলমানদের জন্য
কিন্তু একাত্তর সাথে যুদ্ধ হয়েছিলো জালেমের জুলুম থেকে বাচার জন্য, কখনই ইসলাম থেকে দূরে সরে যাবার জন্য নয়।
তাই আজকে যারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের অজুহাত দিয়ে ইসলাম ও মুক্তিযুদ্ধকে পরষ্পরের বিরুদ্ধে দাড় করাতে চায়, ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে স্বীকৃতি দিতে চায় এরাও পশ্চিম পাকিস্তানীদের মত মিথ্যাবাদী, ভণ্ড ও প্রতারক।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments