Header Ads

ad728
  • Breaking News

    সুপ্রীম কোর্ট এলাকাতে মসজিদ থাকবে আর বাকি ধর্মীয় স্থাপনা বাদ যাবে


    হেফাজত নেতার সাথে ধরা খাওয়ার পর চুলটানা চক্রবর্তী দাবি করেছে-
    হেফাজত নেতা বলেছে- ``কোর্ট অসাম্প্রদায়িক স্থান, সেখানে কোন সাম্প্রদায়িক স্থাপনা থাকতে পারে না“। এই কথার পরিপ্রেক্ষিতে চুলটানা চক্রবর্তী বলেছে- ``তাহলে তো কোর্ট এলাকায় কোন মসজিদও থাকতে পারবে না“।

    আমার জানা মতে চুলটানা চক্রবর্তী একজন আইনজীবি (সিলেটের)। সে হিসেবে তার জানা থাকার কথা সুপ্রীম কোর্ট এলাকায় যে মসজিদ আছে তা কোর্টের অংশ হিসেবে নেই। কিন্তু যে মূর্তি বসানো হয়েছে তা কোর্টের অংশ এমনকি বিচার কার্যক্রমের প্রতীক হিসেবে বসানো হয়েছে।

    শুধু তাই নয়, গত ১লা ফেব্রুয়ারী সুপ্রীম কোর্ট বন্ধ দিয়ে কোর্টের ভেতরে স্বরসতী পূজা চালানো হয়েছিলো ((http://bit.ly/2kQkNZC, ছবি)। অথচ চুলটানা চক্রবর্তী মসজিদের বিরুদ্ধে বললেও কোর্টের ভেতর হওয়া পূজার বিরুদ্ধে কিছুই বলেনি। এ বক্তব্য দ্বারা তার নিজেরই সাম্প্রদায়িক মুখোশ উন্মুক্ত হয়েছে।

    চুলটানা চক্রবর্তী আসলে কেচো খুড়তে সাপ বের করে দিয়েছেন। আমি বলবো- সুপ্রীম কোর্ট ভবনের ইতিহাস ঘাটুন। আরো কিছু পাবেন। সুপ্রীম কোর্ট এলাকাটি মূলত হাইকোর্ট মাজারে যে ধর্মপ্রচারক আছেন (শরফুদ্দিন চিশতী , তিনি ভারতের আজমীরের খাজা মঈনুদ্দিন চিশতীর ২য় পুত্র) তার লাখেরাজ সম্পত্তি। সেই জমির উপর স্থাপিত বর্তমান সুপ্রীম কোর্ট।

    সে হিসেবে সুপ্রীম কোর্ট এলাকাতে মসজিদ থাকবে, এটা স্বাভাবিক, আর বাকি ধর্মীয় স্থাপনা বাদ যাবে এটাই যুক্তি।




    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728