Header Ads

ad728
  • Breaking News

    অতি সংখ্যাগরিষ্ঠের সাথে অতি সংখ্যালঘিষ্ঠের তুলনা হয় কিভাবে ?


    বাংলাদেশে প্রায় ৯২% মানুষ মুসলমান, কারো কারো মতে এই হিসেব ৯৫-৯৮%। সেই অতি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদে ছুটি দরকার। সরকার এই ছুটি নাকি ৩ দিনের যায়গায় ৬ দিন করতে চাচ্ছে। যদিও তা নৈমিত্তিক ছুটি থেকে কেটে নেয়া হবে। তবে সরকার নাকি দূর্গা পূজা, বৌদ্ধ পূর্ণিমা ও ক্রিসমাসেও ছুটি ৩ দিন করতে চাইছে।
    খবর - http://bit.ly/2rq9UBDhttp://bit.ly/2snnHZ5)

    এখানে একটি বিষয় লক্ষণীয়, অতি সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ঈদের ছুটি বৃদ্ধি কতটা দরকার সেটা সবারই জানা। ঈদ উপলক্ষে বাস-ট্রেন-লঞ্চে হুড়োহুড়ি আর দ্রুত পৌছাতে মৃত্যুর মিছিল সেটা বলে দেয়। কিন্তু অতি সংখ্যালঘিষ্ঠ জাতিগুলোর জন্য পুরো জাতিকে বসিয়ে রাখার মানেটা কি ? তাদেরও কি ঐ ধর্মে পূজা করতে হবে ?? নাকি তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাস-ট্রেন-লঞ্চে ভিড় হয় ?

    হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু পূজা উপলক্ষে ৩-৫ দিন বন্ধ পায়, একদিন আবশ্যিক ছুটি, বাকিগুলো ঐচ্ছিক ছুটি। অন্য ধর্মের দিবসগুলোও তেমন। এতে তাদের কোন সমস্যা হয় বলে মনে হয় না। বরং যে ১ দিন আবশ্যিক ছুটি দেওয়া হয়েছে সেটাও শুধু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের জন্য একান্ত করে দিলেও সমস্যা নাই, কারণ ঐ দিন তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কোন অনুষ্ঠান নাই, তারা কেন ঘরে বসে থাকবে? আর মুসলমানদের ধর্মীয় দিবসে যদি অন্য ধর্মাবলম্বীরা ছুটি নিতে না চায়, তবুও সমস্যা নাই । তারা পারলে অফিস-আদালত চালাক।

    নতুন সিস্টেমে মুসলমানদের দুই ঈদে ৬ দিন করে ছুটি দিয়ে নৈমিত্তিক ছুটি থেকে ৬ দিন (৩+৩) কেটে নেয়া হবে। আবার হিন্দুদের দূর্গা পূজার সময় ২ দিন, বৌদ্ধ পূর্নিমার সময় ২ দিন, ক্রিসমাসের সময় ২ দিন ছুটি কেটে নেয়া হবে। ফলে মুসলমানদের নৈমিত্তিক ছুটি ২০ দিন থেকে নেমে আসবে মাত্র ৮ দিনে। এ কেমন কারবার !!!

    এভাবে সমান অধিকার দিতে থাকলে উপজাতিদের বৈসাবী উৎসবের ছুটি ৩ দিন করবে, ইহুদীদের হানুক্কাহর সময় (বাংলাদেশে নাকি ৭২টা ইহুদী আছে) ৩ দিন ছুটি দিতে হবে, সাওতালদের ধর্মীয় উৎসবে ছুটি দিতে হবে ৩ দিন। তাহলে বাংলাদেশটাই বন্ধ হয়ে যাবে।

    সরকার সমানাধিকারের নামে হাতিকে যে খাবার দিতে চায়, পিপড়াকেও সেই একই খাবার দিতে চায়। কিন্তু এতে দুইজনের সমস্যা। হাতি না খেতে পেয়ে মারা যাবে, আর পিপড়া খাবারের চাপে মারা যাবে। তাই ছুটি নিয়ে সাবধান !!


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728