সরকারের গাফেলতিতে পাহাড়ে মৃত্যু
সব পাহাড় কিন্তু ধসে না। বৃষ্টি হলে কোন পাহাড় ধসবে, কোন মাটি ধসে যাওয়ার মত মাটি এটা পাহাড়বাসী যেমন জানে, ঠিক তেমনি জানে সরকার-প্রশাসন। এ বিষয়টি জানার পরও বৃষ্টি মৌসুম আসার আগেই ঐ স্থানের পাহাড়বাসীদের সরিয়ে নেয়া উচিত ছিলো সরকারের। কিন্তু তারা সেটা করেনি, যার ফলশ্রুতিতে এই ভয়াবহ প্রাণনাশ। এবং বলতে গেলে প্রতি বছরই একই ঘটনা ঘটছে।
’
খবরে দেখলাম, বিপদজনক পাহাড়গুলোতে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। প্রশাসনের পক্ষ থেকে শুধু বলা হয়, ``আপনারা সরে যান“। একটা গরিব মানুষ কষ্ট করে খড় দিয়ে বাড়ি বানিয়েছে, এই ঝড়বৃষ্টির মধ্যে সে কোথায় যাবে ? তাকে শুধু সরতে বললেই সরবে না, বরং সরকারের উচিত ছিলো ঘরগুলো সরকারী খরচে সরিয়ে দেয়া। সরকারের তো খাস জমির অভাব নেই। পাহাড়ে পর্যাপ্ত খাস জমি আছে। কিন্তু আওয়ামীলীগের লোকজনের টার্গেট সেগুলো দখল করা, গরীব মানুষকে দেবে কেন ?
খবরে দেখলাম, বিপদজনক পাহাড়গুলোতে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। প্রশাসনের পক্ষ থেকে শুধু বলা হয়, ``আপনারা সরে যান“। একটা গরিব মানুষ কষ্ট করে খড় দিয়ে বাড়ি বানিয়েছে, এই ঝড়বৃষ্টির মধ্যে সে কোথায় যাবে ? তাকে শুধু সরতে বললেই সরবে না, বরং সরকারের উচিত ছিলো ঘরগুলো সরকারী খরচে সরিয়ে দেয়া। সরকারের তো খাস জমির অভাব নেই। পাহাড়ে পর্যাপ্ত খাস জমি আছে। কিন্তু আওয়ামীলীগের লোকজনের টার্গেট সেগুলো দখল করা, গরীব মানুষকে দেবে কেন ?
সরকার সাড়ে ৪ লক্ষ কোটি টাকার বাজেট করে, জনগণের গলায় ছুরি ধরে ট্যাক্স-ভ্যাট নেয়। সেই টাকায় ফ্লাইওভার-মেট্রোরেল হয়, প্রধানমন্ত্রীর ফ্যামিলি ইংল্যান্ডে বিলাশবহুল বাড়ি কেনে, ভারতীয় অতিথিদের রঙ্গবিলাশ চলে। কিন্তু পাহাড়ে গরীবদের জন্য কিছু হয় না। শুধু ``ভরসা রাখুন নৌকায়“ বলেই খালাস !!
বাংলাদেশের সরকার জনদরদী সরকার নয়, জনবিরোধী সরকার। জনগন মরে যাক, সরকারের কিছু আসে যায় না, ম্যাংগো পিপল ব্যস্ত ক্রিকেট নামক আফিম নিয়ে, কি পেলো আর কি পেলো না সে খবর কোথায় ? পাহাড়ে লাশের মিছিল বন্ধ করতে কারো বাপের টাকার প্রয়োজন নেই, একটু শুধু সদিচ্ছার প্রয়োজন, শুধু একটু ইচ্ছার। কিন্তু সেই ইচ্ছাটাই করতে রাজি না সরকার। হায় আফসোস!!
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments