জীবাণু অস্ত্র ‘চিকনগুনিয়া’ !
বর্তমানে বাংলাদেশে ‘চিকনগুনিয়া’ ব্যাপক বিস্তার লাভ করেছে। চিকনগুনিয়া একটি ভাইরাস জ্বর, যা আক্রান্ত ব্যক্তিকে বেশ শক্তভাবে আক্রমণ করে। চিকনগুনিয়ার হলে শুধু জ্বর নয়, হাড়ের সংযোগস্থলে ব্যাথা তীব্রভাবে অনুভূত হয় এবং কয়েক মাস অবস্থান করে।
চিকনগুনিয়া জ্বরটি প্র্রথম পাওয়া যায় আফ্রিকায়। আফ্রিকা যুদ্ধরত কোন দলের যদি এই জ্বর হতো তবে তার আর যুদ্ধ করার ক্যাপাসিটি থাকতো না।
উল্লেখ্য আমেরিকার ইহুদী প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪৩ সালে আমেরিকার জীবাণু অস্ত্রের (biological weapon) কার্যক্রম শুরু করে। বিভিন্ন জীবাণু, ভাইরাস দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা হতো।
চিকনগুনিয়াকে মার্কিন সেনাবাহিনী জীবাণু অস্ত্র হিসেবে গ্রহণ করে। এ সম্পর্কে সত্যতা পাওয়া যায় এ লিঙ্কে ঢুকলে http://www.google.com /patents/US8343506 -
“Chikungunya virus is also underestimated as a potential biological weapon. The 39 documented laboratory infections reported by U.S. Department of Health and Human Services in 1981 strongly suggest that Chikungunya virus is infectious via aerosol route. Chikungunya virus was being weaponized by the United States army when the offensive program was terminated and is considered as a biological weapon by the German and Australian governments.”
বাংলাদেশে চিকনগুনিয়া জীবাণু অস্ত্রের কার্যক্রম হিসেবেও আসতে পারে। গত বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী ভারতে চিকনগুনিয়ার খরব পাওয়ার যাচ্ছিলো, সেই চিকনগুনিয়া ভাইরাস যদি কেউ মশার মধ্যে চাষ করে বাংলাদেশের বিভিন্ন জনবহুল এলাকায় (যেমন ঢাকা) ঢুকিয়ে দেয় তবে অবশ্যই তা বিপদের কারণ।
আফ্রিকার সম্পদের দিকে যখন পশ্চিমাদের চোখ পড়েছে তখন আফ্রিকাকে দুর্বল নানান জীবাণু অস্ত্র দিকে, ঠিক তেমনি বাংলাদেশের দিকে এখন পশ্চিমাগোষ্ঠীর চোখ, বাংলাদেশেও যে জীবাণু অস্ত্রের আক্রমণ শুরু হতে পারে, তার জন্য মানসিক প্রস্তুতি নেয়া জরুরী।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments