৪ দশক পরে এসে মুক্তিযুদ্ধের চেতনা নির্ধারণ
অনেকেই ৭২ এর সংবিধান, ৭২ এর সংবিধান করে বলে- ৭২ এর সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনায় ফিরে যেতে হবে, কারণ তা মুক্তিযুদ্ধের চেতনা।
কিন্তু ৭২ এর হস্তলিখিত সংবিধান যদি পড়েন, তবে দেখবেন, সেখানে স্পষ্ট লেখা আছে, রাষ্ট্রপরিচালনার মূলনীতি- জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এটুকুই। কিন্তু এটা বলা হয় নাই, ঐ ৪ নীতি ছিলো মুক্তিযুদ্ধের চেতনা।
অথচ বর্তমান সংবিধানে (২০১১ সালে সংশোধন) বলা আছে- মুক্তিযোদ্ধারা নাকি ঐ চারনীতি (জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা) দ্বারা উদ্বুদ্ধ হয়েই মুক্তিযুদ্ধ করেছিলো।
আমার কথা হচ্ছে, মুক্তিযোদ্ধারা যদি সত্যিই ঐ চার চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে, তবে মুক্তিযুদ্ধের ১ বছর পর ৭২ এর প্রথম সংবিধানে তা লিপিবদ্ধ হয়নি কেন ?
আর ৭২ এর সংবিধানে যদি নাই মুক্তিযুদ্ধের চেতনার কথা নাই থাকে, তবে ৪ দশক পর কেন ঐ চারটি বিষয়কে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে দাড় করানো হলো ?
এভাবে মিথ্যা বিষয়বস্তুকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে দাড় করিয়ে কি পুরো জাতির সাথে ধোঁকাবাজি করা হচ্ছে না ?
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments