ঈদ মানেই যেন সড়কে মৃত্যুর মিছিল, কেন ?
সবাইকে যে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে হবে, তাই।
কিন্তু সরকার যদি ঈদের ছুটি বাড়িয়ে দিতো,
তবে ঈদে বাড়ি যাওয়া-আসার মধ্যে এত তাড়াহুড়ো থাকতো না।
ফলে মৃত্যুর সংখ্যাও ঘটতো কম।
কিন্তু কষ্টের বিষয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ঈদের ছুটি বৃদ্ধি করেন নাই। তার দাবি- মুসলমানদের ছুটি বৃদ্ধি করলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদেরও
আচ্ছা আপনারা কেউ কি দেখেছেন-
হিন্দুদের পূজার সময়, বৌদ্ধদের পূর্ণিমার সময় কিংবা খ্রিস্টানদের ক্রিসমাসের সময় সড়কে মৃত্যুর মিছিল হয়? হয়না। কারণ- তাদের জনসংখ্যা খুবই কম, এই জনসংখ্যার লোক দেশগ্রামে গেলেও রাস্তায় খুব একটা দুর্ঘটনার ঘটনা ঘটে না। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মের অনুসারি হওয়ায় ঈদের সময় বাড়িতে ফিরতে দুর্ঘটনা ঘটা খুব স্বাভাবিক। তাই মুসলমানদের ঈদের ছুটি বৃদ্ধি করা যৌক্তিক ও ন্যায্য দাবি। কিন্তু গুটি কয়েক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানদের অধিকারের কথা বলে যদি সংখ্যাগুরু মুসলমানকে বঞ্চিত করেন, তবে তো ঠিক নয়। গণতান্ত্রিক মতেও তো সংখ্যাগুরু মুসলমানরা বেশি পায়। আর যদি সমানধিকারের কথা বলেন, তবে সেখানেও তো একই হিসেব। সমানাধিকার তো সেটাই- হাতিকে হাতির উপযোগী খাবার দেয়া আর পিপড়াকে পিপড়ার উপযোগী খাবার দেয়া। আপনি যদি উভয়কে সমান খাবার দেন, তবে হয় হাতি কম খেয়ে মারা যাবে, অথবা পিপড়া খাবারের নিচে চাপা পরে মারা যাবে।
তাই ঈদের ছুটিতে সড়ক-জনপদে মৃত্যুর মিছিল ঠেকাতে তাই ছুটি বৃদ্ধির বিকল্প নাই। সরকারকে বলবো- হয় ছুটি বৃদ্ধি করুন, নয়ত এই গণমৃত্যুর জন্য আপনারা দায়ী হবেন। এবং এর শাস্তিস্বরূপ এক সময় আপনাদেরকেও মৃত্যুদণ্ড পেতে হবে।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments