হিন্দুরা মুসলমানদের শত্রু মনে করলেও মুসলমানরা কখনই তাদের শত্রু জ্ঞান করে না
গতকালকে একটা খবরে দেখলাম-
বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর নামক এলাকা কে বা কারা জানি পূজার মূর্তি ভেঙ্গেছে।
দীর্ঘদিনের সংবাদ পাঠের অভিজ্ঞতা থেকে একটা বিষয় দেখেছি-
ভারতের যখনই মুসলমানদের উপর নির্যাতন বেড়ে যায়, তখনই কে বা কারা যেন বাংলাদেশে মূর্তি ভেঙ্গে ফেলে।
অনেকে হয়ত ভাবতে পারেন,
ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, সেটার প্রতিশোধ নিতে বাংলাদেশে সংখ্যা হিন্দুদের উপর আক্রমণ আসছে। আসলে এ ধরনের চিন্তা-ভাবনা ভুল। বরং যারা মূর্তি ভাঙ্গছে তাদের উদ্দেশ্যই হচ্ছে- মানুষ যেন এ ধরনের চিন্তার সুযোগ পায়।
সত্যিই বলতে, ভারতের ঘটনার প্রতিশোধ নিতে যদি ঘটনা ঘটতো, তবে ভারতে যা ঘটছে বাংলাদেশেও সেরকমই ঘটতো। মানে ভারতের এখন মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে, তাহলে বাংলাদেশেও হিন্দুদের পিটিয়ে মারা হতো। কিন্তু সেরকম কিছু ঘটছে না, বরং রাতের আধারে অজ্ঞাতরা মূর্তি ভেঙ্গে দিচ্ছে। এতে ক্ষতির থেকে বরং হিন্দুদের লাভই হচ্ছে বেশি। এ রিভার্স ঘটনা দ্বারা বরং প্রমাণ হয়, মুসলমানরা এ মূর্তিগুলো ভাঙ্গছে না, বরং হিন্দুরাই ভাঙ্গছে। কারণ-
ভারতের মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেই চাপ যেন তাদের উপর না আসে এজন্য নিজেরাই আগেভাগে ঘটনা ঘটিয়ে সেটাকে `সংখ্যালঘু নির্যাতন‘ ইস্যু বানিয়ে মাঠে নামছে। এর মাধ্যমে হিন্দুরা সরকার ও মিডিয়াকে সতর্ক রাখছে যেন তাদের উপর কোন নির্যাতন না হয় এবং তাদের প্রটেকশন দেয়া হয়।
আসলে এ ধরনের এডভ্যান্সড চিন্তা হিন্দুদের মাথায় আসছে- এটা বাংলাদেশের মুসলমানরা কখন কল্পনাই করতে পারবে না। অথচ হিন্দুরা তা বাস্তবায়ন করে তার ফল ভোগ করছে। এর কারণও অবশ্য আছে। আপনি যখন কাউকে শত্রু ভাববেন, তখন তাকে নিয়ে বিভিন্ন চিন্তাধারা অটোমেটিক আপনার মাথায় খেলবে, অনেক অ্যাডভান্সড ভূমিকাও আপনাকে নিতে হবে। কিন্তু যখন কাউকে শত্রু ভাববেন না, তখন এত চিন্তা করার সুযোগ কোথায় ? সারমর্ম হচ্ছে- হিন্দুরা মুসলমানদের শত্রু মনে করলেও মুসলমানরা কখনই তাদের শত্রু জ্ঞান করে না।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments