Header Ads

ad728
  • Breaking News

    ভারতের দুর্বলতা চিকেন’স নেক বা মুরগীর গলা : চীন কি পারবে তা দখল করতে ?



    চিকেন’স নেক বা মুরগীর গলা। গলায় টিপ দিয়ে মুরগীকে ধরাশায়ী করা সবচেয়ে সহজ । বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত সে ভারতের সরু শিলিগুড়ি করিডোর আছে, তা চিকেন’স নেক বা ‘মুরগীর গলা’ নামে পরিচিত। এর দৈর্য্ মাত্র ২১ কিলোমিটার। এই ২১ কিলোমিটার এলাকা দখল করতে পারলেই ভারতের সেভেন সিস্টার বা উত্তর-পূর্ব অঞ্চলের ৭ রাজ্য ভারত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। উল্লেখ্য, ভারতের সেভেন সিস্টার বা উত্তর-পূর্ব অঞ্চলের ৭ রাজ্য অনেক আগে থেকেই ভারতের অধীনতা মেনে নিতে রাজি নয়। এঅঞ্চলগুলোতে স্বাধীনতাকামীদের আন্দোলন বেশ জোড়ালো, তারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়। তাই সব মিলিয়ে ভারত বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ।

    তবে সেই চিন্তায় আরো আগুন ধরেছে বর্তমান পরিস্থিতি। চীন সরাসরি ঘোষণা দিয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে। গত ১৯ দিন ধরে সিকিম পয়েন্টে চীন ও ভারতের সৈন্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি তৈরী হওয়ার পেছনেও কিন্তু রয়েছে চিকেন’স নেক এর হাতছানি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি- চীন, ভুটান আর ভারতের সিকিম প্রদেশের সংযোগস্থলে একটি উপত্যকার ভেতর দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে। যাকে বল হচ্ছে- ডোকলামে রাস্তা। এই রাস্তা হলে চীন বাহিনী চিকেন’স নেক এর খুব কাছাকাছি চলে আসবে। উল্লেখ্য গত বছর ২৬শে আগস্ট ভারতের আনন্দবাজার পত্রিকা খবর ছেপেছিলো- চিনা নিশানায় ‘চিকেনস নেক’, শিলিগুড়ি রক্ষায় বিপুল প্রস্তুতি ভারতেরও। খবরের ভেতরে বলা হয়, ভারতের চিন্তার কারণ সম্প্রতি চীনা প্রেসিডেন্ট চীনা বাহিনীর দুটো ইউনিটকে শক্তিশালী করেছে। এর মধ্যে একটি হলো ভারতের সিকিম প্রদেশ এবং ভুটানের হা জেলার মাঝখানে অবস্থিত চীনের চুম্বী উপত্যকায় মোতায়েন থাকা ইউনিট ৭৭৬৫৬। (http://bit.ly/2br8Khj) আর ডোকলামে রাস্তা, ৭৭৬৫৬ ইউনিটের শক্তি বৃদ্ধি এবং চিকেন’স নেক দখল যে একই সূত্রে গাধা তা বলার অপেক্ষা রাখে না।

    তবে আমার বিশ্লেষনে- ভারতের এই ভয় বহুগুনে বাড়িয়ে তুলেছে আরো কিছু নিয়ামক-
    (১) বর্তমানে নেপাল ভারতের বিপক্ষে, চীনের পক্ষে। নেপালের জনগনের মধ্যে রয়েছে ব্যাপক ভারত বিদ্বেষ। চীন-ভারত যুদ্ধ লাগলে নেপাল যে ১০০% চীনকে সাপোর্ট দেবে তাতে কোন সন্দেহ নাই।
    (২) বাংলাদেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়া ভারত বিদ্বেষ। যদিও শেখ হাসিনা সরকার ভারতের পক্ষে অবস্থান। তবে কিছুদিন আগে চীনের সাথে ২৪ বিলিয়ন ডলারের চুক্তির পর ভারত-চীন দ্বন্দ্বে হাসিনা সরকার কার পক্ষ নেয়, সেটা চিন্তার বিষয়।
    (৩) আর্থিক দুরাবস্থায় ভারতের সামরিক বাহিনীর অবস্থা ভালো নয়। এ সম্পর্কে দুটো খবর পড়তে পারেন
    ক) http://bit.ly/2tjRYbd, খ) http://bit.ly/2tTsyTg
    (৪) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও সরকারের উপর ক্ষেপা। কারণ সরকার তাদের ঠিকমত খেতে দেয় না। কিছুদিন আগে এক বিএসএফ সদস্যের এ সম্পর্কে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিলো (http://bit.ly/2tKPlQQ)। এ সব সমস্যার কারণে বিএসএফ সদস্যরা আত্মহত্যা করছে বলেও খবর বের হয়েছে (http://bit.ly/2sJ2rOD)।

    উপরের চারটি ফ্যাক্টর বিবেচনা করলে চিকেন’স নেক নিয়ে ভারতের চিন্তার থাকার কথা। তবে (২) নং ফ্যাক্টর নিয়ে যে ভারত বেশ চিন্তিত তা সম্প্রতি চীনপন্থী বুদ্ধিজীবি ফরহাদ মাজহারের গুম হওয়ার বিষয় থেকে অনুধাবন করা যায়। আমি খুব নির্ভরযোগ্য মাধ্যম থেকে নিশ্চিত হয়েছি, আগের দিন ভারতবিরোধী সংবাদ সম্মেলনে ফরহাদ মাজহারের উপস্থিতি ছিলো তার গুম হওয়ার মূল কারণ। তবে এটা ঠিক চীনপন্থী কাউকে মেরে তুলকালাম ঘটাবে না ভারত। ভারতের উদ্দেশ্য ছিলো, বাংলাদেশে চীনপন্থী মহলকে জাস্ট একটা মেসেজ দেয়া- “তোমরা বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়ানো বন্ধ করো, নয়ত গুম হয়ে যাবে।”



    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728