ভারত-চীন যুদ্ধ হলে, বাংলাদেশের জনগন চীনকে সাপোর্ট করবে। তবে......
১) ভারত যদি বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করে, পূর্ববর্তী হত্যাকাণ্ডগুলোর জন্য ক্ষমা চায় এবং সুষ্ঠু বিচার করে,
২) ভারতে গরুর জন্য মুসলমান হত্যা বন্ধ করে, গরুর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়,
৩) ইসলাম ধর্ম অবমাননা বন্ধ করে, মুসলমানদের সঠিকভাবে ধর্ম পালন করতে দেয়, তাদের নাগরিক হিসেবে সকল অধিকার ফিরিয়ে দেয়,
৪) বাংলাদেশের সাথে সকল ধরনের আগ্রাসী আচরণ বন্ধ করে,
৫) বাংলাদেশে হিন্দু-উপজাতি কারো ব্যাপারে নাক না গলায়,
তবেই কেবল বাংলাদেশ চীন-ভারত যুদ্ধে নিরপেক্ষ আচরণ করবে,
৬) বাংলাদেশের নদীগুলোর ন্যায্য পানির অধিকার ফিরিয়ে দেয়।
৩) ইসলাম ধর্ম অবমাননা বন্ধ করে, মুসলমানদের সঠিকভাবে ধর্ম পালন করতে দেয়, তাদের নাগরিক হিসেবে সকল অধিকার ফিরিয়ে দেয়,
৪) বাংলাদেশের সাথে সকল ধরনের আগ্রাসী আচরণ বন্ধ করে,
৫) বাংলাদেশে হিন্দু-উপজাতি কারো ব্যাপারে নাক না গলায়,
তবেই কেবল বাংলাদেশ চীন-ভারত যুদ্ধে নিরপেক্ষ আচরণ করবে,
৬) বাংলাদেশের নদীগুলোর ন্যায্য পানির অধিকার ফিরিয়ে দেয়।
অনেক বেকুব হয়ত বলতে পারেন, চীন-ভারত যুদ্ধে বাংলাদেশ কেন ফ্যাক্টর হবে ? আমি বলি, হবে মানে ১০০% হবে। চীন তো শুধু বাংলাদেশের সাপোর্ট পেলে ভারতকে গুড়া করে দেবে। চীন এ অঞ্চলে গ্যাঞ্জামে ঢুকছে তো শুধু বাংলাদেশের সাথে লাইন করার জন্য। একটু ম্যাপের দিকে ভালো করে খেয়াল করে দেখুন। নেপাল হয়ে অথবা না হয়ে সামান্য একটু এলাকা ব্যবহার করতে পারলেই বাংলাদেশকে ছুতে পারবে চীন। আর বাংলাদেশকে করিডর হিসেবে পেলে চীনের খুব সহজেই বঙ্গপোসাগর পেয়ে যাবে। অথচ এতটুকু রাস্তা পেতে তাকে পাকিস্তান হয়ে বিশাল এলাকা ঘুড়ে আসতে হচ্ছে এতদিন যাবত। কিন্তু বাংলাদেশের সাপোর্ট পেলে চীনের জন্য সোজা ১টা মাত্র রাস্তা।
এখন ভারতই ঠিক করুক, তারা বাংলাদেশের জনগণকে কোন পক্ষ নিতে দেবে।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
আপনার সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ!আমরা চীনকে সাপোর্ট করছি এই কারনে যে চীন বাংলাদেশে হস্তক্ষেপ করেনা বরং সাহায্য করছে।
ReplyDeleteকিন্তু ভারত ইদানীং যে আচরণ করছে তা মোটোও আশা করা যায় না।
আপনি পোস্টে যে শর্তাদি দিয়েছেন সেগুলো ভারত যদি মানে তাহলে বাংলাদেশ অবস্যই তাদের সহায়তা করবে!তবে ভারতীয়রা দাবি করেন যে বাংলাদেশকে কোন দেশই গুরুত্ব দিয়ে দেখেনা।এবং বাংলাদেশ ওদের সাপোর্ট না করলো ওদের কিছু আসবে যাবেনা।ভারতীয়রা যে প্রলাপ বকছে এটা প্রমাণ করে একটি পোস্ট দিন।এবং বাংলাদেশেরর প্রয়োজনীয়তা কতটা সেটা নিয়ে একটি পোস্ট করুন।ধন্যবাদ!