নারীবাদীরা নারীর কোন অধিকারটা আদায় করলো ?
নারীবাদ আর নারী অধিকার কিন্তু এক জিনিস না। নারীবাদী হচ্ছে তারাই, যারা একটি `মতবাদ‘ প্রতিষ্ঠা করতে চায়। অপরদিকে নারী অধিকার কর্মী হচ্ছে তারাই যারা নারীদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য কাজ করে। যদিও অনেক সময় নারীবাদীরা নিজেদের নারী অধিকার কর্মী হিসেবে দাবী করে। কিন্তু আদৌ কি নারীবাদীরা নারীর অধিকার আদায়ের জন্য কাজ করে ? নাকি তাদের নিজস্ব কোন মতবাদ প্রতিষ্ঠান জন্য কাজ করে ?
আসুন দেখি, বর্তমানে ফেসবুক-অনলাইনে নারীবাদীরা কি কি অধিকার আদায়ের দাবি তুলছে -
১) বাংলাদেশে নারীবাদীদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে, তারা ওড়নামুক্ত দেশ চায়। তারা চায় নারীরা যেন ওড়না না পরে। তাদের দাবি- ওড়না পরলে নাকি তাদের অধিকার খুন্ন হচ্ছে।
(এ সম্পর্কে বিকৃতচ্যাপ্টারের তিনটি লেখা- http://bit.ly/2vYyzPh, http://bit.ly/2islogc, http://bit.ly/2uYChny)
(এ সম্পর্কে বিকৃতচ্যাপ্টারের তিনটি লেখা- http://bit.ly/2vYyzPh, http://bit.ly/2islogc, http://bit.ly/2uYChny)
২) তাদের দাবি- মেয়েদের মাসিক (পিরিয়ড) এর বিষয়টি নিয়ে লুকাছাপা করা যাবে না। এগুলো প্রকাশ্যে বলার কালচার চালু করতে হবে। বাবাকে মেয়ের প্রিয়ডের খবর নিতে হবে, পুত্রকে মায়ের প্রিয়ড-মেনোপজ এর খবর রাখতে হবে। (http://bit.ly/2vYNngJ, http://bit.ly/2vAittV)
৩) দেহকে উন্মুক্ত রাখার অধিকার অধিকার চাচ্ছে নারীবাদী। এ সম্পর্কে একটি আর্টিকেল দেখুন-
আমার শরীর- ইচ্ছে হলে ঢাকবো, নয় খুলবো (http://bit.ly/2x1l6mD)
আমার শরীর- ইচ্ছে হলে ঢাকবো, নয় খুলবো (http://bit.ly/2x1l6mD)
৪) বাংলাদেশী নারীবাদীদের দাবি-
সেক্স একটি সুস্বাদু জিনিস, এটা কোন নিয়ম দিয়ে আটকানো যাবে না। যথেচ্ছ সেক্স করার অধিকার দিতে হবে। (http://bit.ly/2wN7yvK, http://archive.is/OqmC1)
সেক্স একটি সুস্বাদু জিনিস, এটা কোন নিয়ম দিয়ে আটকানো যাবে না। যথেচ্ছ সেক্স করার অধিকার দিতে হবে। (http://bit.ly/2wN7yvK, http://archive.is/OqmC1)
৫) নারীবাদীরা বলছে- ``নারীদেহের গোপনাঙ্গের আলোচনা কেন নিষিদ্ধ হবে । নারীদের গোপনাঙ্গ নিয়ে প্রকাশ্যে আলোচনার করার অধিকার দিতে হবে (http://bit.ly/2w7o3FU)
৬) ঢাকায় বেশি করে যৌনপল্লীর অধিকার চায় নারীবাদীরা (http://bit.ly/2vFAtSc)
৭) নারীদের অন্তর্বাসের ছবি আপলোড করার অধিকার চায় নারীবাদীরা (http://bit.ly/2i3VmDv)
৮) পুরুষের অন্ডকোষে লাথি মারার অধিকার চায় নারীবাদীরা (http://bit.ly/2v0hvE4)
৯) নারীদের জন্য পুরুষ পতিতালয় চায় নারীবাদীরা (http://bit.ly/2i3Bxfw)
১০) নারীদের দেনমোহর প্রথা বন্ধ করতে চায় নারীবাদীরা (http://bit.ly/2uNQVyo)
১১) বিয়ে নামক প্রথা বন্ধ করতে হবে। নারীর জরায়ুর স্বাধীনতা দিতে হবে । (https://goo.gl/f95x4m)
১২) সমকামীতার অধিকার চায় নারীবাদীরা। (http://bit.ly/2wOCPhL)
আচ্ছা, আপনারাই বলুন-
উপরের কথিত অধিকারগুলো আদৌ বাংলাদেশের নারীদের জন্য কতটুকু প্রয়োজন ? এর থেকে কি প্রয়োজনীয় দাবি-দাওয়া নেই ?
তবে আমি যদি নারী অধিকারের জন্য কাজ করতাম, তবে নিচের দাবিগুলো নিয়ে প্রথমে কাজ করতাম-
উপরের কথিত অধিকারগুলো আদৌ বাংলাদেশের নারীদের জন্য কতটুকু প্রয়োজন ? এর থেকে কি প্রয়োজনীয় দাবি-দাওয়া নেই ?
তবে আমি যদি নারী অধিকারের জন্য কাজ করতাম, তবে নিচের দাবিগুলো নিয়ে প্রথমে কাজ করতাম-
ক) নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাসে খুব কষ্ট করে, অনেক সময় হেনস্তার শিকার হয়। নারীদের জন্য পৃথক ও পর্যাপ্ত বাস সার্ভিস চালু করার জন্য দাবি তুলতাম।
খ)শুধুমাত্র নারীদের জন্য এবং কেবলমাত্র নারীদের দ্বারা পরিচালিত স্কুল-কলেজ-ভার্সিটি, হাসপাতাল, শপিং সেন্টার, কাচা বাজারের যায়গা করার দাবি তুলতাম।
গ) বিজ্ঞাপন/ মুভিতে নারীদের ব্যবসায়ীক ব্যবহার বন্ধ করার দাবি তুলতাম। আইটেম সং এর নামে নারীদের ব্যবসায়ীর ব্যবহার বন্ধ করতাম।
ঘ) অশ্লীল পোস্টার বন্ধ করার দাবি তুলতাম।
ঙ)পর্নোগ্রাফী বন্ধ করতাম। কারণ পর্নোগ্রাফীর মাধ্যমে নারীর জঘণ্য অবমাননা হয়।
চ) অফিসে রিসিপশনিস্ট হিসেবে নারীদের নিয়োগ বন্ধ করার দাবি তুলতাম ।
ছ) পতিতাপল্লীগুলো বন্ধ করার দাবি তুলতাম। কারণ নারীরা সেখানে দাসত্ব জীবন যাপন করে। এসব নারীদের পুনর্বাসন, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা এবং নতুন জীবন যাপনের ব্যবস্থা করার উদ্যোগ নিতাম।
জ) অনেক স্বামী তাদের স্ত্রীকে মারধর করে। সরকারীভাবে একটি বিভাগ করার দাবি তুলতাম, যেখানে কাউন্সিলিং করে এসব পারিবারিক সমস্যা দূর করা হবে। এরপরও যদি কোন হ্যাসব্যান্ড তার কুরুচি অব্যহত রাখে তবে তার শাস্তির ব্যবস্থা রাখা হতো সেখানে।
ঝ) গরীব মেয়েদের বিয়ের ব্যবস্থা করা ।
ঞ) নাটক, সিনেমা, বিজ্ঞাপন, সুন্দরী প্রতিযোগীতার নামে নারীর শরীর ভোগের আখড়া খুলে বসেছে অনেক নারীলোভী। এদের আখড়াগুলো বন্ধ করার দাবি তুলতাম।
এবার আপনারাই যাচাই করুন,
নারীর অধিকার আদায়ে কার দাবি-দাওয়া অধিক যৌক্তিক ও জরুরী ??
কথিত নারীবাদীদেরটা নাকি আমরাটা ?
নারীর অধিকার আদায়ে কার দাবি-দাওয়া অধিক যৌক্তিক ও জরুরী ??
কথিত নারীবাদীদেরটা নাকি আমরাটা ?
- নারীবাদ নিয়ে আমার আরো লেখা-
১) সিআইএ’র প্রজেক্ট নারীবাদ - http://bit.ly/2uP0hx3
২) নারীবাদ বিরোধী রবীন্দ্রনাথ - http://bit.ly/2fKGAAD
৩) এক ভণ্ড নারীবাদীর সাম্প্রদায়িক মুখোশ উন্মোচন- http://bit.ly/2uNAOkt
১) সিআইএ’র প্রজেক্ট নারীবাদ - http://bit.ly/2uP0hx3
২) নারীবাদ বিরোধী রবীন্দ্রনাথ - http://bit.ly/2fKGAAD
৩) এক ভণ্ড নারীবাদীর সাম্প্রদায়িক মুখোশ উন্মোচন- http://bit.ly/2uNAOkt
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments