Header Ads

ad728
  • Breaking News

    বন্যায় ত্রাণ নেই, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা যাচ্ছে কোথায় ?


    গত কয়েকদিনের মিডিয়ায় খবর আসছে, বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ নেই, ত্রাণের জন্য চলছে হাহাকার। কিন্তু সরকারের ত্রাণ তহবিলগুলোতে তো পর্যাপ্ত ফান্ড আছে, সেগুলো কেন বিতরণ করা হচ্ছে না? বিশেষ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রয়েছে প্রচুর ফান্ড। প্রতিদিন বিভিন্ন ব্যবসায়ী, দেশীবিদেশী সংস্থা এই ফান্ডে টাকা দিচ্ছে, এমনকি ইসলামী ব্যাংকের যাকাত ফান্ডের টাকাও এই ফান্ডে এসেছে বলে খবর প্রকাশিত হয়েছিলো। কিন্তু সেই ত্রাণের টাকা কোথায় দেয়া হচ্ছে? কেন বন্যার্তদের দেওয়া হচ্ছে না??- এই প্রশ্ন নিয়ে আমার এ লেখা।

    আসুন এবার দেখি প্রধানমন্ত্রীর সেই ত্রাণ তহবিলের টাকা কোথায় দেয়া হচ্ছে-
    ১) চকরিয়ায় দুর্গোৎসব উপলক্ষে ৭৯ পূজা কমিটির মাঝে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলের অনুদান বিতরণ (http://bit.ly/2vRQTqE)
    ২) নীলফামারিতে ৭৮১ পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থ বিতরণ (http://bit.ly/2djqfNa)
    ৩) মাগুরায় ৫০ পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অনুদান (http://bit.ly/2wqWoPi)
    ৪) ঝালকাঠির ১৪ পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান (http://bit.ly/2v0YP7Z)
    ৫) হবিগঞ্জে পূজা মণ্ডপগুলোতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান (http://bit.ly/2xdxeAV)
    ৬) যশোরে পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ (http://bit.ly/2wjlVen)
    ৭) মৌলভীবাজরে পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ (http://bit.ly/2v0Mq3P)

    বাংলাদেশে দূর্গা পূজার সময় মোট পূজা মণ্ডপ করা হয় ৩০ হাজার এবং প্রত্যেক পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০০ কেজি চালের মূল্য অনুদান হিসেবে দেয়া হয়। এছাড়া পূজা মণ্ডপগুলোতে যেন বিদ্যুৎ সংকট না হয়, সে জন্য জেনারেটর বাবদ ৫ হাজার টাকা দেয়া হয়। অনেক ডিসি’র সাথে আলাপ করে জানা গেছে, সরকারের থেকে এমন চাপ থাকে, কোন মন্দির থেকে যদি পুরোহিত না আসে, তবে ডিসিরা যেন ফিল্ডে গিয়ে মন্দিরে মন্দিরে সরকারি অনুদান পৌছে দিয়ে আসে।
    মানুষের কষ্টে দেওয়া সে সব ত্রাণের টাকার বাহুল্যতা এত বেশি থাকে যে হিন্দু নেতারা মন্দিরের সংখ্যা বেশি দেখিয়ে কিংবা ভুয়া মন্দিরের নাম ব্যবহার করেও এই ফান্ডের টাকা আত্মসাৎ করে। (http://bit.ly/2vSjkVwhttp://bit.ly/2xdxKPg)

    গত কয়েকদিন ধরে একটা কথা শুনতে পাচ্ছি,
    “কোরবানি না করে টাকাটা বন্যার্তদের দিয়ে দেন”। কিন্তু আমার কথা হলো- বন্যার্তদের জন্য যে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল’ আছে সেখান থেকে কেন দেয়া হচ্ছে না ? কেন সেই টাকা হিন্দুদের দূর্গা পূজায় দেয়া হচ্ছে ??
    ত্রাণ তহবিলের টাকা বন্যায় না দিয়ে পূজায় দেয়া হচ্ছে, অথচ কোরবানির টাকা বন্যার্তদের দিতে বলা হচ্ছে। এটা কেমন কথা ???
    আর কোরবানির পশু কিনলে তো বরং বন্যার্তদের উপকার হয় (http://bit.ly/2waJ2Hy), সেই পশু জবাই করে গরীবদের মাঝে মাংশও বণ্টন করা যায়, সেখানে পুরোটাই গরীবের লাভ। কিন্তু পূজার টাকা তো পুরোটাই অপচয়। লক্ষ টাকা দিয়ে মূর্তি বানাবেন, আর সেই মূর্তি বানিতে ফেলে দিবেন । পুরোটাই লস!!
    সবশেষে বলবো-
    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এখন কতটাকা আছে, আর সেখান থেকে কতটাকা এই বন্যায় ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে, সেটার হিসেব পেশ করার দাবি জানাচ্ছি।



    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728