Header Ads

ad728
  • Breaking News

    ধান্দাবাজরাই “কোরবানির টাকা বন্যার্তদের দেওয়ার জন্য” বলে


    তার পুরো নাম শাহানা হুদা রঞ্জনা। ফেসবুক প্রোফাইল বলছে, কাজ করেন- ভোরের কাগজে। মাঝে মাঝে উইম্যান চ্যাপ্টারে নারীবাদী লেখাও লিখেন। সারা বছর ধর্মের বিরুদ্ধচারণ করলেও কোরবানির আগে মুফতি-মুহাদ্দিস হয়ে যান। কে কয়টা কোরবানি দিবে, কার কোরবানি কবুল হবে কি হবে না, কার টাকা হালাল না হারাম, সৃষ্টিকর্তা কিসে খুসি হবে, কিসে খুশি হবে না, সেটা নির্ধারণ করে দেন। তবে তিনি বেশি সমালোচিত হয়েছেন, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নামক একটি এনজিও নাম দিয়ে পাবলিকের থেকে ফান্ড সংগ্রহ করে সেই টাকা ইচ্ছামত খরচ করার জন্য, বিভিন্ন দেশে আনন্দভ্রমণ করে টাকা উড়ানোর জন্য।
    সেই শাহানা হুদা এবার স্ট্যাটাস দিয়েছে-
    কোরবানির টাকা বাঁচিয়ে বন্যার্তদের সাহায্য করতে। ইতিমধ্যে তার লেখাটা চ্যানেল আই অনলাইনেও ছাপা হয়েছে (http://bit.ly/2vPc64K)।
    এছাড়া তিনি ডেইলিস্টার বাংলায় আলাদা লেখা লিখেছেন, যেন সবাই কোরবানির টাকা বাচিয়ে বন্যার্তদের দেয় (http://bit.ly/2wW7gCy)।
    তবে একটি বিষয় নিশ্চিত হয়েছি, “কোরবানির টাকা বন্যার্তদের দেওয়ার জন্য” যে গ্রুপটি প্রচার করছে তাদের আলাদা একটি ধান্ধা আছে। এরা বিভিন্ন দাতব্য সংস্থার নাম দিয়ে পাবলিকের টাকা মেরে খায়। এখন কোরবানির টাকা যদি সেই ফান্ডে নিতে পারে তবে চুরির মালটা একটু মোটা হবে, এই আরকি।

    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728